নয়াদিল্লি: জি ২০ (G20) সম্মেলনে প্রধানমন্ত্রীর (Prime Minister) সামনে নেমপ্লেটে ভারত (Bharat) লেখা। তবে কী এখন থেকেই ইন্ডিয়ার নাম বদলে ভারত হয়ে গেল। সেই জল্পনা উস্কে দিয়েছে এই নেমপ্লেট। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) জি ২০ সম্মেলনে ভাষণ দেন। নয়াদিল্লির প্রগতি ময়দানে এই অনুষ্ঠান হচ্ছে। সেখানে প্রধানমন্ত্রীর সামনে নেমপ্লেটে ভারত লেখা রয়েছে। স্পষ্টতই প্রধানমন্ত্রী বুঝিয়ে দেন তিনি ভারতের প্রতিনিধিত্ব করছেন। ভারতের জি ২০ সভাপতিত্ব সবকা সাথের প্রতীক। এই জি২০ বৈঠকের আগে দেশের মধ্যে ২০০টি বৈঠক হয়েছে। সরকারের তরফ থেকে ভারত নাম ব্যবহার করা হয়েছে জি ২০ সম্মেলনের নথিতেও। এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে।
উদ্বোধনী ভাষণ দেওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্ব নেতাদের স্বাগত জানান। জি ২০ সম্মেলনের মঞ্চ ভারত মণ্ডপমে স্বাগত জানানো হয়।
আরও পড়ুন: জি ২০ সম্মেলনের আগে মোদি-বাইডেন বৈঠক, যৌথ বিবৃতিতে সুসম্পর্কের বার্তা দু’দেশের
রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস (Antonio Guterres), আইএমএফের ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যান ক্রিস্টালিনা জর্জিভা (Kristalina Georgieva) ও ওয়ার্লড ট্রেড অর্গানাইজেশনের ডিরেক্টর জেনারেল এনগোজি ওকোঞ্জোইোয়েইলা (Ngozi Okonjo-Iweala) সেখানে পৌঁছেছেন। মোদি নেতাদের স্বাগত জানান।