ইসলামাবাদ: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারি বেআইনি। এমনটাই মন্তব্য করল ওই দেশের সুপ্রিম কোর্ট। পাশাপাশি পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে এক ঘণ্টার মধ্যে হাজির করানোর জন্য ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোকে নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এনএবি-র তরফে আরও কিছুটা সময় চাওয়া হয়েছিল। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় আদালত। পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল, বিচারপতি মহম্মদ আলি মাজহার এবং বিচারপতি আতহার মিনাল্লাহরকে নিয়ে গঠিত তিন সদস্যের বেঞ্চ পিটিআই চেয়ারম্যান ইমরান খানের আবেদনের শুনানিতে এই নির্দেশ জারি করেছে। এদিন বিচারপতি এও মন্তব্য করে, যে আদালত কোনওভাবে পাকিস্তানকে কারাগার হিসেবে দেখতে চায় না। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল বিকেল সাড়ে চারটের মধ্যে ইমরান খানকে সেখানে হাজির করাতে হবে। সূত্রের খবর, ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে পৌঁছেছেন ইমরান খান। শুনানিও শুরু হয়েছে।
এদিন শুনানিতে ইমরানের আইনজীবী হামিদ খান আদালতে জানান, তাঁর মক্কেল ইসলামাবাদ হাইকোর্টে আগাম জামিনের জন্য আবেদন করেছিলেন। সেই সময় তাঁকে গ্রেফতার করে রেঞ্জার্স। এমনকী, তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করা হয় বলেও অভিযোগ।
আরও পড়ুন: The Kerala Story | বিতর্কের আবহে হরিয়ানায় করমুক্ত ‘দ্য কেরালা স্টোরি’
ইমরান খানের গ্রেফতারির পর গত তিনদিনে দাঙ্গা-হাঙ্গামায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের শীর্ষস্থানীয় নেতা যেমন, প্রাক্তন বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি, প্রবীণ নেতা ও দলের ভাইস প্রেসিডেন্ট ফাওয়াদ চৌধুরিকে গ্রেফতার করেছে। অশান্ত পাকিস্তানের পরিস্থিতি সামাল দিতে গত তিন দিনে প্রায় ১৯০০ পিটিআই সমর্থককে বন্দি করা হয়েছে। এদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট টুইটে তাঁর উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি সাধারণ মানুষকে আইন মেনে আন্দোলনের জন্যও আবেদন করেছেন। তিনি লেখেন, ‘জবরদস্তি এবং গ্রেপ্তারের পরিবর্তে আমাদের অবশ্যই রাজনৈতিক সমাধানের জন্য নতুন করে ভাবতে হবে এবং সন্ধান করতে হবে। আমি রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের কাছে আমার উদ্বেগ জানিয়েছি এবং আশা করি পরিস্থিতির উন্নতি হবে। আমি দেশের সকল নাগরিককে শান্তিপূর্ণ থাকার জন্য জোরালো আবেদন জানাচ্ছি।’