ইসলামাবাদ: এবার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রীঘরে যাওয়ার সাজা শোনাল আদালত। তোষাখানা মামলায় (Toshakhana Case) দোষী সাব্যস্ত হলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। এই মামলায় তিন বছরের কারাদণ্ডের নির্দেশ ইমরানকে। সেই সঙ্গে ১ লক্ষ টাকা জমিমানা ধার্য করা হয়েছ।
তোশাখানা মামলায় শুরু থেকেই অভিযোগ উঠছিল ইমরান খানের বিরুদ্ধে। বিভিন্ন রাষ্ট্র থেকে পাকিস্তান সরকার যে উপহার পেয়েছে, সেগুলি ইমরান খান নিজের বাড়িতে নিয়ে গিয়েছেন বলে অভিযোগ উঠেছিল। যা ছিল সম্পূর্ণ সংবিধানবিরোধী ও দেশের সম্মানহানী হয়েছে বলে অভিযোগ উঠেছিল। সেই মামলায় ইমরানকে দোষী সাব্যস্ত করল পাকিস্তানের এক ট্রায়াল কোর্ট। দুর্নীতির অভিযোগে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ইমরানকে। সেই সঙ্গে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে আগামী পাঁচ বছর কোনও নির্বাচনে লড়তে পারবেন না ইমরান। শনিবার এই নির্দেশ দিয়েছে পাকিস্তানের এক নিম্ন আদালত। নিম্ন আদালতের বিচারক হুমায়ূন দিলাওয়ারের সিদ্ধান্তের কড়া সমালোচনা করে তেহরিক-ই-ইনসাফ। ইতিমধ্যেই প্রাক্তন পাক প্রধানমন্ত্রী (Imran Khan Found Guilty) এবার উচ্চ আদালতে মামলা করবেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবীরা।
আরও পড়ুন: শুরু হল পাটনা-হাওড়া বন্দেভারত এক্সপ্রেসের ট্রায়াল রান
প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি সরকারি ভাবে যে উপহার পান তা তোষাখানায় জমা পড়ে। তা ব্যক্তিগত উপহার নয়। অর্থাৎ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি সরকারি ভাবে যে উপহার পান তার হিসাব রাখা হয়। তেমনি একই নিয়ম পাকিস্তানেও রয়েছে। পাকিস্তানের আইনে বলা হয়েছে পাক মুদ্রায় ৩০ হাজার টাকার কম মূল্যের উপহার প্রধানমন্ত্রী নিজের ব্যবহারের জন্য রাখতে পারেন। কিন্তু তার চেয়ে বেশি মূল্যের উপহার পেলে তা তোষাখানায় জমা করতে হবে। ইমরানের বিরুদ্ধে অভিযোগ তাঁর মেয়াদে তোষাখানার হিসাবে গরমিল রয়েছে। অভিযোগ উঠেছে, প্রধানমন্ত্রী থাকাকালীন বহু মূল্যবান উপহার সরিয়েছে কাপ্তন। এই অভিযোগ তুলে পাক নির্বাচন কমিশন ইমরানের বিরুদ্ধে মামলা দায়ের করে। শনিবার এই মামলায় দোষী সাবস্ত হন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী।