কলকাতা: মনোনয়ন (Nomination) জমাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে বিরোধী দলগুলির উপর আক্রমণ শানাচ্ছে শাসকদল তৃণমূল কংগ্রেস। উত্তর থেকে দক্ষিণ সর্বত্র পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগেই সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে তৃণমূলের ভৈরব বাহিনী। সিপিএম, কংগ্রেস কিংবা বিজেপি হামলার নিশানা থেকে বাদ যাচ্ছে না কেউই। এই পরিস্থিতির কথা তুলে ধরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) হুঁশিয়ারি, রাজ্যে (State) কেন্দ্রীয় বাহিনী না নামালে তাঁরাই বাহিনীর কাজ করে দেবেন।
রাজ্যজুড়ে গুন্ডামি চলছে। দাবি করছি সেন্ট্রাল ফোর্স দিয়ে নমিনেশন করানো হোক। না করলে বিজেপি কর্মীদেরই সেন্ট্রাল ফোর্সের কাজ করতে হবে।। আমি দিব কর ঘরামির সঙ্গে কথা বলব। ওরা যখন খেলতে চাইছে আমরাও খেলব।
কেন্দ্রীয় মন্ত্রীকে মারধর করেছে মতুয়া সংঘের অসম্মান করেছে। ঠাকুর হরিচাঁদ ও ঠাকুর গুরুচাঁদকে অসম্মান করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। জুতো মেরে গরু দান করার চেষ্টা করছে যায়,ক বন্দ্যোপাধ্যায়। উনি ধর্ম নিয়ে রাজনীতির কথা বলছেন। মোয়াজ্জেম ভাতা তাহলে কি? এদিন প্রশ্ন তুললেন সুকান্ত মজুমদার।
আরও পড়ুন: Panchayat Election 2023 | পঞ্চায়েত ভোট নিয়ে স্থগিতাদেশ দিল না হাইকোর্ট
তিনি আরও বলেন, কেন্দ্রীয় বাহিনী ছাড়া সরকারি কর্মচারীরা কেন ভোট করাতে যাবেন? আগে নির্বাচনে উত্তর দিনাজপুরে একজন ভোট কর্মীর দেহ রেল লাইনে পাওয়া গেল, পরিবারের কিছু অবশিষ্ট রইল না। পুরনো লোকেদের তৃণমূল কংগ্রেস থেকে সরানোর চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৩০০০০ নতুন ক্যান্ডিডেট দেবেন। ববি হাকিম মলয় ঘটক এদের বসিয়ে দেওয়ার চেষ্টা করছে। নির্বাচন প্রক্রিয়া আরও কদিন নমিনেশনের দিন বাড়ানো হোক।
সুকান্ত বলেন, জাতীয় মানবাধিকার কমিশন এর ভূমিকাকে আমরা স্বাগত জানাই। নরেন্দ্র মোদী যেভাবে কাজ করছেন তাতেই উদ্বুদ্ধ হয়ে এই মানবাধিকার কমিশন কাজ করছে। আগে কমিশন ঠুঁটো জগন্নাথ ছিল। কাকুর কাছে যে টাকা পাওয়া যাচ্ছে সে টাকা তার ভাইপোর টাকা। ভাইপোর নাম বলে দিন, সব মিটে যাবে। কাকু কোথা থেকে এত টাকা পাবে? এই সব ভাইপোরই টাকা।