টি-২০ বিশ্বকাপে সুপার ১২-র ম্যাচে মেলবোর্নে অবিশ্বাস্য কায়দায় পাকিস্তানকে হারাল ভারত। একেবারে হারের মুখ থেকে ফিরিয়ে এনে ভারতকে জেতালেন বিরাট কোহলি। কোহলির ৫৩ বলে অপরাজিত ৮২ রানের ইনিংসের সৌজন্যে রুদ্ধশ্বাস ম্যাচে জিতল টিম ইন্ডিয়া। শেষ ওভারে জিততে ভারতকে করতে হত ১৬ রান। শেষ ওভারের প্রথমে বলে হার্দিক আউট হয়ে যাওয়ার পরেও ভারত জিতল। শেষ বলে ভাল শট খেলে ভারতকে জেতান রবিচন্দ্রন অশ্বিন। ৩১ রানে ৪ উইকেট হারনোর পর পঞ্চম উইকেটে বিরাট কোহলি-হার্দিক পান্ডিয়ার ১১৩ রানের পার্টনারশিপে ভর করে জিতল ভারত। হার্দিক ৩৭ বলে করেন ৪০ রান। কোহলি ৬টা বাউন্ডারি, ৪টে ওভারবাউন্ডারি হাঁকান। হার্দিক মারেন ২টো ওভারবাউন্ডারি। ৪০ রানের পাশাপাশি হাত ঘুরিয়ে তিন উইকেটও নেন হার্দিক। তবে অন্যতম সেরা ভারত-পাকিস্তান এই ম্যাচের সব আলো কাড়লেন বিরাট। এমন কিছু কিছু অবিশ্বাস্য শট খেললেন বিরাট, যা না দেখলে বিশ্বাস হবে না।
১৬০ রান করলে জেতা যাবে এই শর্তে ব্যাট করতে নেমে ১০ রানের মধ্যে ২ উইকেট হারায় ভারত। প্রথমে কেএল রাহুল (৪) আউট হন নাসিম শাহ-র বলে বোল্ড হয়ে। তারপর রোহিত শর্মা (৪)-কে আউট করেন পাক পেসার হ্যারিস রউফ। সূর্যকুমার যাদব (১৫) শুরুটা ভাল করেও আউট হয়ে যান। সূর্যের আউটের পর হার্দিকের জায়গায় নামানো হয় অক্ষর প্যাটেলকে। রান আউট হয়ে যান অক্ষর (২)। ৬.১ ওভারে ৩১ রানে ৪ উইকেট হারিয়ে বড় চাপে পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া।
দুরন্ত বোলিং ভারতের পেসার অর্শদীপ সিংয়ের। ভাল বল করলেন হার্দিক পান্ডিয়াও। রবিবার মেলবোর্নে অর্শদীপের আগুনে শুরুতে ঝলসে গিয়েও লড়ার মতো রান করল পাকিস্তান। দলের সেরা দুই ব্যাটার বাবর আজম, মহম্মদ রিজওয়ানকে ১৫ রানের মধ্যে হারিয়েও পাকিস্তান শেষ অবধি করল ১৫৯ রান।
আরও পড়ুন-Arshdeep Singh: লড়াকু মেজাজে স্বপ্নের কামব্যাক, সমালোচনায় না হারিয়ে যাওয়া প্রতিভা অর্শদীপ
বাবর শূন্যে রানে আউট, রিজওয়ান আউট হন ব্যক্তিগত ৪ রানে। এরপরেও পাকিস্তানের ভাল রান হল শান মাসুদ ও ইফতিকার আহমেদের জন্য। মাসুন-ইফতিকার তৃতীয় উইকেটে ৭৬ রান যোগ করেন। ইফতিকার ৩৪ বলে ৫১ রান করে আউটের পর শান শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলের রানকে ১৫৯-এ নিয়ে যান শান। অর্শদীপের মতও দারুণ বোলিং করেন হার্দিক পান্ডিয়া। পাকিস্তান যখন জোড়া ধাক্কা সামলে বড় রানের লক্ষ্যে এগোচ্ছে তখন হার্দিক পরপর ফেরান শাদাব খান (৫), হায়দার আলি (২)-কে। তার পরের ওভারে হার্দিক আউট করেন মহম্মদ নওয়াজ (৯)-কে। ১২০ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে বড় চাপে পড়ে যায় পাকিস্তান। সেখান থেকে দলকে ভাল জায়গায় নিয়ে যান শান ও শাহিন আফ্রিদি (৮ বলে ১৬)।
What a fucking crazy crazy win this ???.Ashwin’s presence of mind…#ViratKohli you are an absolute champion an absolute champion ?? #INDvsPAK2022 Pulled a match out from absolutely nowhere.WHOA !! pic.twitter.com/gVYt0BEztH
— Chiliya Honcho (@ChiliyaHoncho) October 23, 2022
বাবর, রিজওয়ান ও আসিফ আলিকে আউট করেন আর্শদীপ। হার্দিক পান্ডিয়া ৩০ রান দিয়ে নেন ৩টি উইকেট। ৪ ওভারে ২৫ রান দিয়ে শামি নেন একটি উইকেট। ২২ রান দিয়ে এক উইকেট নেন ভুবনেশ্বর কুমার। অশ্বিন, অক্ষররা মিলিতভাবে চার ওভার বল করলেও কোনও উইকেট পাননি।
১৬০ রান করলে জেতা যাবে এই শর্তে ব্যাট করতে নেমে ১০ রানের মধ্যে ২ উইকেট হারায় ভারত। প্রথমে কেএল রাহুল (৪) আউট হন নাসিম শাহ-র বলে বোল্ড হয়ে। তারপর রোহিত শর্মা (৪)-কে আউট করেন পাক পেসার হ্যারিস রউফ। সূর্যকুমার যাদব (১৫) শুরুটা ভাল করেও আউট হয়ে যান। সূর্যের আউটের পর হার্দিকের জায়গায় নামানো হয় অক্ষর প্যাটেলকে। রান আউট হয়ে যান অক্ষর (২)। ৬.১ ওভারে ৩১ রানে ৪ উইকেট হারিয়ে বড় চাপে পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া।