শ্রীরামপুর: উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে (Vice-President Jagdeep Dhankhar) ফের নকল করে ব্যঙ্গ (Mimicry Row) করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (TMC MP Kalyan Banerjee)। শুধু তাই নয়, একবার নয়, হাজারবার নকল করবেন বলেও দাবি কল্যাণের। নকল করাকে ‘শৈল্পিক’ তকমা দিয়ে কল্যাণ বলেন, হাজারবার করব, এটা করা আমার মৌলিক অধিকারের (Fundamental Right) মধ্যে পড়ে।
নিজের সংসদীয় কেন্দ্র শ্রীরামপুরে (Serampore) রবিবার তৃণমূলের এক প্রতিবাদসভায় ভাষণ দিতে উঠে কল্যাণ বলেন, আমি নকল করে যাব। এটা শিল্পের পর্যায়ে পড়ে। যদি প্রয়োজন হয়, হাজারবার করব। আমার মতপ্রকাশের অধিকার মৌলিক অধিকারের মধ্যে পড়ে। আপনারা আমায় জেলে পুরতে পারেন। আমি পিছু হটব না।
আরও পড়ুন: তাপমাত্রা বাড়ল, বড়দিনে জাঁকিয়ে শীত নেই
কল্যাণের বক্তব্য, যদি কেউ মজা না বোঝেন, তাহলে তাঁর কিছু করার নেই। নকল বা ব্যঙ্গ করাকে প্রশংসা করার মতো উদার সাংস্কৃতিক মন না থাকে, তাহলে তিনিও অপারগ। তৃণমূল সাংসদের অভিযোগ, সংসদে যদি কেউ প্রথম ব্যঙ্গ করে থাকেন, তাঁর নাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। যদি কেউ এই শিল্পটা না বোঝে তাহলে তিনি কী করতে পারেন? যদি কেউ মনে করেন তাঁকে উদ্দেশ করেই ব্যঙ্গ করা হচ্ছে, তাহলে আমার কী কর্তব্য, প্রশ্ন কল্যাণের।
ছোট শিশু যেমন করে মায়ের কাছে নালিশ করে, সেই অঙ্গভঙ্গি করে কল্যাণ বলেন, উনি দিনরাত কেঁদে চলেছেন। বাচ্চার মতো কেন উনি কেঁদে চলেছেন? আমি বুঝি না, কেন উনি ভাবছেন যে, ওনাকেই নকল করছি আমি! উপরাষ্ট্রপতি ধনখড় নিজেকে কৃষক সন্তান বলে তাঁকে নিয়ে উপহাস করার অভিযোগ তুলেছিলেন। সেনিয়ে ধনখড়ের নাম না করে তীক্ষ্ণ আক্রমণ করেন কল্যাণ।
বলেন, আপনি বলেছেন আপনি চাষির ছেলে। আপনি তো একটা স্যুট পরেন ২০ লক্ষ টাকার। আর দেশের অনেক কৃষক শীতে একটা কম্বল কিনতে পারেন না। আপনি তো আইনজীবী ছিলেন। সেই সময়ে কৃষকের অধিকার রক্ষায় কটা মামলা লড়েছিলেন? আপনি সাক্ষী মালিকদের হয়ে একটা শব্দও উচ্চারণ করেননি তো! শুধু আমি কেন, যেখানে আপনি এত বড় পদে রয়েছেন!
অন্য খবর দেখুন