কলকাতা : বাংলার জন্য মন দিয়ে কাজ করতে চান সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া বাবুল সুপ্রিয় ৷ পাশাপাশি, বিজেপি ছেড়ে তৃণমূলে আসার জন্য কোনও রকম অনুশোচনা নেই বলেও খোলসা করলেন বাবুল ৷ আজই আসানসোলের এই বিজেপি সাংসদ বিজেপি থেকে তৃণমূলে যোগ দেন বাবুল ৷ তার পরই বাবুলের স্পষ্ট স্বীকারোক্তি, “সিদ্ধান্ত বদল করে আমি গর্বিত ৷”
It gives us immense joy to welcome the former Union Minister and sitting MP from Asansol, @SuPriyoBabul, into the Trinamool family.
He joined us today in the presence of our National General Secretary @abhishekaitc and RS MP @derekobrienmp.
Moments from the day 👇 pic.twitter.com/vxS9F4yTxw
— All India Trinamool Congress (@AITCofficial) September 18, 2021
মাস দেড়েক আগেই বিজেপি ছাড়ার কথা ঘোষণা করে ফেসবুক পোস্ট করেছিলেন বাবুল ৷ প্রথমে রাজনীতি ছাড়ার কথা বললেও সেখান থেকে সরে আসেন তিনি ৷ ফেসবুক পোস্টটি এডিট করে রাজনীতি ছাড়ার প্রসঙ্গটি মুছে দেন তিনি ৷ আজ তৃণমূলে যোগ দেওয়ার পর বাবুলের দাবি, “আবেগের বশে সে-দিন রাজনীতি ছাড়ার কথা বলেছিলাম ৷ আমার বন্ধু-আত্মীয়রা বুঝিয়েছিলেন ৷ বুঝেছিলাম আবেগের বশে কোনও সিন্ধান্ত নেওয়া ঠিক নয় ৷” এর পরই বাবুলের সংযোজন, “যা ঘটার গত চার দিনে ঘটেছে ৷ এত বড় সুযোগ আসবে কোনও দিনই কল্পনা করতে পারেনি ৷ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনেক ধন্যবাদ ৷ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য ৷”
Today, in the presence of National General Secretary @abhishekaitc and RS MP @derekobrienmp, former Union Minister and sitting MP @SuPriyoBabul joined the Trinamool family.
We take this opportunity to extend a very warm welcome to him! pic.twitter.com/6OEeEz5OGj
— All India Trinamool Congress (@AITCofficial) September 18, 2021
তৃণমূলে যোগ দেওয়ার প্রসঙ্গে বলতে গিয়ে তিনি আরও বলেন, “নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সামনে এক বিশাল বড় সুযোগ এনে দিয়েছেন ৷ সেই কাজটা মন দিয়ে করব ৷ দল যে দায়িত্ব দেবে সেটা করাই এখন আমার একমাত্র লক্ষ্য ৷ হৃদয় দিয়ে কাজ করব ৷”
আগামী সোমবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখার করার কথা জানিয়ে বাবুল বলেন, বিজেপির টিকেটে আসানসোল থেকে জিতেছিলাম ৷ এখন আমি তৃণমূল যোগ দিয়েছি ৷ আমি চাই না আসানসোলের আসনটি নিয়ে আর কোনও রকম কাঁটাছেঁড়া করা হোক ৷” বাবুলের এই মন্তব্যর পরই জল্পনা তীব্র হয়েছে, তাহলে কি আসানসোলের সাংসদ পদ ছেড়ে রাজ্যসভার সদস্য হবেন তিনি ৷ এই প্রশ্নের উত্তর আগামী দিনই মিলবে ৷