বসিরহাট: উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) বসিরহাট (Basirhat) মহকুমার সন্দেশখালি ১ নম্বর ব্লকে বিজেপি থেকে কর্মীরা তৃণণূলে য়োগদান করলেন। নেজাটে তৃণমূলের (Tmc) জেলা পরিষদের প্রার্থী বিকাশ মন্ডলের সমর্থনে শনিবার প্রকাশ্য সভায় বিজেপির (BJP) দুই অঞ্চল সভাপতি তৃণমূলে যোগদান করলেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের সন্দেশখালির (Sandeshkhali) আহ্বায়ক শেখ শাজাহান, সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো, জেলা পরিষদের প্রার্থী শিবপ্রসাদ হাজরা ও নেজাট তৃণমূল অঞ্চল সভাপতি জহরলাল মাহাতো সহ তৃণমূল নেতৃত্ব। তাঁদের উপস্থিতিতে দলে যোগদান (Joining) করেন ওই কর্মীরা।
এই বিষয়ে বিজেপি নেতা তাপস কুমার ভুঁইয়া ও মৃত্যুঞ্জয় পাত্র বলেন, যখন ভোট আসে তখন বিজেপি নেতাদের দেখা যায়। সারা বছর তাঁদের আর খুঁজে পাওয়া যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সব রকম প্রকল্পের সুবিধা দিচ্ছে আমাদের। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী, স্বাস্থ্য সাথী সহ একাধিক প্রকল্পের সুবিধা পাচ্ছি। সেই প্রকল্পের সুবিধা সুন্দরবনের প্রান্তিক মানুষেরাও পাচ্ছি। ইতিমধ্যে সন্দেশখালি ১ নম্বর ব্লকে ২৬ টা গ্রাম সভার মধ্যে ১৬ টি গ্রামসভাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস জিতেছে। এদিন তৃণমূলের নির্বাচনী প্রচারসভা ছিল। সেখানে মিছিল করে এসে বিজেপি নেতা কর্মী সমর্থকরা তৃণমূলে যোগদান করলেন। এর ফলে পঞ্চায়েত নির্বাচনের আগে সন্দেশখালিতে আরও শাসকদলের সংগঠন শক্তিশালী হল বলে মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন: মন্ত্রী অরুপ রায়ের বিরুদ্ধে প্রার্থী কেনার অভিযোগ পাঁচলার
পঞ্চায়েত ভোটের আগে বিভিন্ন জায়গায় দল বদল করতে দেখা গিয়েছে। কোথাও শাসক দল ছেড়ে কংগ্রেসে যোগদান করেছে। কোথাও বিজেপি, সিপিএমে যোগদানের ছবি সামনে এসেছে। বিভিন্ন জায়গাতে শাসকদলে যোগদানের ঘটনাও ঘটেছে। এবার সন্দেশখালিতে তৃণণূলে যোগদানে ঘটনা ঘটল। মনোনয়ন পর্ব থেকে যা শুরু হয়েছিল ভোটের আগে তা এখনও অব্যাহত।