আজ ৪ আগস্ট (4 August) ২০২৩। শুক্রবার। কাজের সূত্রে সকাল থেকে গুগল ক্রোমের (Google Chrome) হোমপেজ (Home Page) খুলতেই চোখে পড়ছে একটি বিশেষ গ্রাফিক্স (Grafix)। যদিও বিশেষ বিশেষ দিন ভেদে সেই গ্রাফিক্স পরিবর্তন হয়। তবে এদিনের গ্রাফিক্সের মধ্যে একটা বিশেষত্ব রয়েছে। দেখা যাচ্ছে একটি চশমা (Glass)। বলা ভালো ক্যাট আই সানগ্লাস (cat Eyes Sunglass)। তাতে লেখা গুগল। তাতে ক্লিক করলে খুলে যাচ্ছে একটি পেজ। যেখানে দেখা যাচ্ছে আলটিনা শিনাসিকে (Altina shinasi)। তিনি ই হলেই এই ক্যাট আই সানগ্লাসের স্রষ্টা। আর তাই আজকের এই বিশেষ দিনে তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানালেন গুগল।
১১৬ তম জন্মদিন তাঁর আজ। ১৯০৭ সালে নিউইয়র্কে ম্যানহাটনে জন্ম হয় তাঁর। তাঁর বাবা ছিলেন সেফার্ডিক ইহুদি তুর্কি। শিনার্সি নিউ ইয়র্কের আর্ট স্টুডেন্টস লীগে শিল্প অধ্যয়ন করেছিলেন তিনি। তিনি আইকনিক ফিফথ অ্যাভিনিউতে বেশ কয়েকটি দোকানে উইন্ডো ড্রেসার হিসেবে তার কর্মজীবন শুরু করেন।
সারা জীবনে অনেক ধরনের আবিস্কার করেছেন আলটিনা শিনাসি। হার্লেকুইন চশমা ফ্রেম তৈরি করেন তিনি। উল্লেখ্য সেই সময় মহিলাদের চশমা ছিল বৃত্তাকার। তিনিই হার্লেকুইন মুখোশ থেকে অনুপ্রাণিত হয়ে প্রথম আবিস্কার করেন ক্যাট আই ফ্রেম।