একাধিক ফ্লপ সিনেমার পর বলিউডের হাল ফিরিয়েছে যে সমস্ত সিনেমা তার মধ্যে ‘গদর-২’ অন্যতম। এখনো পর্যন্ত এই সিনেমা ৫০০ কোটি বেশি আয় করেছে। কিং খানের জওয়ান আসার পর সেই আয়ের গতি খাসনিকতা শ্লথ হলেও থেমে যায়নি। জানাগিয়েছে, সিনেমা মুক্তির পর একটি জমকালো সাকসেস পার্টিও হয়েছে। এসবের মাঝেই এবার প্রকাশ্যে এল একটি নতুন তথ্য। সেটি হল এই সিনেমার জন্য কত টাকা পারিশ্রমিক পেয়েছিলেন সানি দেওল? জানালেন খোদ অভিনেতা।
সম্প্রতি সানি দেওল জানান, ‘এ সিনেমায় পারিশ্রমিক হিসেবে ৫০ কোটি টাকা দাবি করেছিলেন তিনি। সেই সঙ্গে তিনি আরও বলেন, সিনেমা যতই সফল হোক না কেন, অভিনেতাদের কত টাকা পারিশ্রমিক দেওয়া হবে তা নির্ভর করে প্রযোজকের ওপর। যদিও বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, সানি দেওল এ সিনেমার জন্য ৫০ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন। তবে সিনেমার নায়িকা আমিশা প্যাটেল ও অন্যান্য অভিনেতারা কত টাকা পেয়েছেন তা এখনো জানা যায়নি।
আরও পড়ুন: বক্স অফিসে নয়া রেকর্ড,মাত্র চারদিনেই ৫০০ কোটি পেরিয়ে গেল ‘জওয়ান’ ছবির রোজগার
‘গদর: এক প্রেম কথা’ বক্স অফিসে চূড়ান্ত সাফল্য লাভ করেছিল। মোট ১০০ কোটি রুপি ব্য়বসা করেছিল এ সিনেমা। এরপর দীর্ঘ ১১ বছর কেটে গিয়ে প্রকাশ পেল এই সিনেমার সিক্যুয়েল ‘গদর-২’, আর এরই মধ্যে ৫০০ কোটি বেশি আয় করে ফেলেছে এ সিনেমা। উল্লেখ্য, ‘গদর-২’ সিনেমায় ১৯৫৪ থেকে ১৯৭১ সালের টাইমলাইন তুলে ধরা হয়েছে। সেই কারণেই অনেক আগে থেকেই এ সিনেমা দেখা অপেক্ষায় ছিলেন ‘গদর এক প্রেম কথা’-র ভক্তরা।