ঋষি সুনকের হাত ধরেই ভারতে ফিরতে চলেছে ‘কোহিনুর’! নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক আবার দিল্লির মসনদে ফিরিয়ে দেবেন বিশ্ববন্দিত কোহিনুর হিরে। না, এটা কোনও সত্যি ঘটনা নয়। নিছকই কল্পনা। আর সেই কল্পনার ডানায় রং চড়িয়ে লেখালেখি চলছে টুইটের দেওয়ালে। মজা, মশকরা ও ঠাট্টার সেই পর্যায়ে সুনককে অপহরণের ছকও রয়েছে। যা উসকে দিয়েছেন বিশিষ্ট শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা।
ঋষির নিয়োগের পর থেকেই তাঁকে নিয়ে মিমের বন্যা বয়ে চলেছে। বহু মানুষ ঋষির ছবির পাশে ভারতের প্রাক্তন ক্রিকেট খেলোয়াড় আশিস নেহরার ছবি বসিয়ে পোস্ট করছেন। আবার কেউ সুনকের হাত ধরে কোহিনুর ফিরিয়ে আনার মজার মজার চুটকি লিখছেন। শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা তো কয়েক ধাপ এগিয়ে সুনককে অপহরণের ছকও কষেছেন।
তিনি লিখেছেন, তাঁর বন্ধু নাকি তাঁকে কোহিনুর ফিরিয়ে আনার ছক বাতলে দিয়েছেন। এই সুগভীর চক্রান্তের মধ্যে রয়েছে, সুনককে আমন্ত্রণ জানিয়ে ভারতে নিয়ে আসতে হবে। তারপর ঋষি যখন তাঁর শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে বেঙ্গালুরুর যানজটে পড়বেন, তখন তাঁকে সেখান থেকে অপহরণের ছক কষা হয়েছে।
My friend’s idea to get back #Kohinoor:
1. Invite #RishiSunak to India
2. Kidnap him when he is stuck in Bangalore traffic to visit his in-laws
3. Send instead Ashish Nehra as UK PM. No one will realise it.
4. Nehra will be told to pass the bill to return Kohinoor? in ??! ??
— Harsh Goenka (@hvgoenka) October 25, 2022
এখানেই শেষ নয়, অপহৃত ঋষিকে ভারতে রেখে ব্রিটিশ প্রধানমন্ত্রী সাজিয়ে লন্ডনে পাঠানো হবে আশিস নেহরাকে। কারণ তাঁকে দেখে কেউ চিনতে পারবে না। এরপর নেহরা পার্লামেন্টে কোহিনুর ফেরত দেওয়ার বিলটি পাশ করিয়ে দেবেন। এভাবে সহজেই কোহিনুর ভারতের হস্তগত হবে।
হর্ষ গোয়েঙ্কার এই টুইটের জবাবে নেটিজেনরা আরও সব চোখা চোখা হাসির খোরাক জোগান দিয়েছেন। একজন তো লিখেছেন, অপহরণের প্রয়োজন কী! বেঙ্গালুরুর সিগন্যালে পড়লে নেহরা লন্ডনে গিয়ে বিল পাশ করিয়ে কোহিনুর বগলদাবা করে ফিরে আসলেও যানজট কাটার চান্সই নেই। বেঙ্গালুরুর যানজটের উপর আস্থা রাখতে পারেন।
আরেকজন লিখেছেন, ভালো মতলব ঠিকই। তবে আমার মতে, প্রতিটি ভারতীয় কিংবা ভারতীয় বংশোদ্ভূতই এক-একটি কোহিনুর। অন্য আরেকজন কৌতুক করে লিখেছেন, লন্ডনে গিয়ে যখন আশিস নেহরা দিল্লিওয়ালি হিংলিশ বলবেন তখনই ধরা পড়ে যাবেন। অধিকাংশ মানুষই অবশ্য বেঙ্গালুরুর যানজটের উপর পূর্ণ আস্থা রেখে অপহরণের কালিমা গায়ে না লাগানোর পক্ষেই মত দিয়েছেন। একজন তো লিখেই দিয়েছেন, দাগ ভি নেহি লাগেগা।