কাঠমান্ডু: এবার নেপালে (Nepal) দুর্ঘটনার কবলে পড়ল একটি হেলিকপ্টার। অন্তত ছয় জন যাত্রী নিয়ে কপ্টারটি ভেঙে পড়ে বলে জানা গেছে। যাত্রীদের মধ্যে পাঁচ জন বিদেশি যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে মাউন্ট এভারেস্টের কাছে।
কাঠমান্ডুর একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার কপ্টারটি স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ মানাং থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু ১৫ মিনিটের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কপ্টারটির সঙ্গে। নেপালের সোলুখুম্বু জেলার লিখুপিকে গ্রামীণ এলাকা লামজুরায় সেটি ভেঙে পড়ে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জানা যাচ্ছে, ‘মানাং এয়ার’ এর ওই হেলিকপ্টার বিদেশী যাত্রীদের মাউন্ট এবারেস্টের আশপাশের এলাকা থেকে নিয়ে রওনা হয়েছিল। ৫ বিদেশী যাত্রী ও ১ জন ক্যাপ্টেন ছিলেন কপ্টারে। কপ্টারের ফিরে আসার কথা ছিল কাঠমান্ডুতে। তবে মাঝপথে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সংযো বিচ্ছিন্ন হওয়ায় এই কপ্টার ঘিরে জল্পনা ও আশঙ্কা তৈরি হয়। পরে নেপালের স্থানীয় চ্যানেল সূত্রে জানা যায় যে কপ্টার দুর্ঘটনার কবলে।