আম্মান: রাজকীয় জাঁকজমক, দেশজোড়া উচ্ছ্বাস ও বিদেশি অতিথিদের উপস্থিতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জর্ডনের রাজপুত্র তথা হবু রাজা দ্বিতীয় হুসেন বিন আবদুল্লা। ২৮ বছরের যুবরাজকে স্বামী হিসেবে বরণ করে নিলেন সৌদি আরবের প্রখ্যাত ধনাঢ্য ব্যবসায়ী পরিবারের কন্যা ২৯ বছর বয়সি রাজোয়া আলসেফ। ব্রিটেনের ওয়েলসের যুবরাজ উইলিয়াম ও যুবরানি ক্যাথারিন থেকে আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেন সহ প্রায় ১৪০ জন বিদেশি অতিথি সাক্ষী থাকলেন বিয়ের। জর্ডনের রাজধানী আম্মানের জাহরান প্রাসাদে আয়োজিত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রেমের সম্পর্ককে পরিণয়সূত্রে বাঁধলেন আবদুল্লা ও আলসেফ।
নিউ ইয়র্কের সাইরাকিউজ বিশ্ববিদ্যালয়ের স্নাতক আলসেফ পেশায় স্থপতি। মায়ের বাড়ির পক্ষে লতায়পাতায় তিনি সৌদি আরবের যুবরাজ তথা বকলমা শাসক মহম্মদ বিন সলমনের আত্মীয়া। আল সুদাইরি পরিবারের সদস্য। বিদেশি অতিথিবর্গকে স্বাগত জানায় জর্ডনের সশস্ত্র বাহিনী। এরপর অতিথিদের একে একে প্রাসাদের উদ্যানে নিয়ে যাওয়া হয়। সেখানে বর-কনে এবং তাঁদের বাবারা বৈবাহিক চুক্তিতে সই করেন। আংটি বদল করেন।
আরও পড়ুন: Devjani Mukherjee | Sarada Case | দশ বছর পর জেল মুক্তি দেবযানী মুখ্যোপাধ্যায়ের
প্রাসাদের বাইরে জর্ডনের জনতা হর্ষ-উল্লাসে দেশের পতাকা নাড়তে নাড়তে অভিবাদন জানান সদ্য বিবাহিত দম্পতিকে। নতুন যুবরানিকে নিয়ে যুবরাজ গাড়ি করে জনতাকে শুভেচ্ছা জানাতে ৬ কিমি রাস্তা প্রদক্ষিণ করেন। উল্লেখ্য, জর্ডন এবং সৌদি আরব আমেরিকার দীর্ঘকালের বন্ধু। জর্ডন মুসলিম অধ্যুষিত হলেও এখানেই খ্রিস্টানের পবিত্র জেরুজালেম শহর অবস্থিত। প্যালেস্তাইন এবং ইজরায়েল দুপক্ষের সঙ্গেই আম্মানের সুসম্পর্ক রয়েছে। তেলের ভাণ্ডার সৌদির সঙ্গে জর্ডনের বৈবাহিক সূত্রে আবদ্ধ হওয়া নিঃসন্দেহে তাৎপর্যের।