কলকাতাঃ জোড়া নিম্নচাপের জেরে ক্রমশ ঘনীভূত হচ্ছে কালো মেঘ। আগামী কয়েকদিন কলকাতা-সহ রাজ্যের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস । দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে। আভাস অনুযায়ী রবিবার কলকাতা-সহ বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টি হয়েছে। আগামী কাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। এ সব জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে।৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে নদিয়া, হুগলি, হাওড়ায়।
আরও পড়ুন হিংসা ছড়াবেন না, পুজো মণ্ডপের বোমাবাজি নিয়ে কড়া বার্তা আসানসোল পুলিশের
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গের কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিনবঙ্গের সব জেলাতেই। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
কালো মেঘে ঢেকেছে আকাশ
আরও পড়ুন মেঘ ভাঙা বৃষ্টি-ধসে কেরলে মৃত্যু বেড়ে ১৯
উপকূলবর্তী এলাকাতে ভারী বৃষ্টির ফলে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এরকমই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। নিম্নচাপের দাপটে কলকাতা শহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়া। এই মুহূর্তে নিম্নচাপটি মধ্য-পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে। যা ধীরে ধীরে অন্ধ্র ও ওড়িশা উপকূলের দিকে এগোচ্ছে।
বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে
আরও পড়ুন শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায় আক্রান্ত মহিলা আইনজীবী
সোমবারের পর বৃষ্টির পরিমাণ কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।জানিয়েছে আবহাওয়া দফতর। তবে ১৭ থেকে ২০ তারিখ পর্যন্ত নিম্নচাপের কারণে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই।তাই লক্ষ্মী পুজোর আগেই বঙ্গে বৃষ্টির কারণে বাজার মাটি হওয়ার আশঙ্কায় বিক্রেতারা।