কলকাতা: করোনা পরিস্থিতি নিয়ে ফের জরুরি বৈঠক। মঙ্গলবার বিকেলে বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। তৃতীয় ঢেউ মোকাবিলায় এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে? আর কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে? সেই নিয়ে আলোচনা হবে, প্রাথমিক সূত্রে এমনটাই খবর।
অন্যান্য রাজ্যে ইতিমধ্যেই ডেল্টা প্রজাতির আক্রমণ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে এখনও তার প্রমাণ মেলেনি। সামনেই বিশ্বকর্মা পুজো। তারপর দুর্গাপুজো। শুরু হচ্ছে উৎসবের মরশুম। সেই সময় যাতে মানুষ সব বিষয় মাথায় রেখে তবেই উৎসবে মেতে ওঠেন সেই নিয়েই আলোচনা হবে। সব জেলাশাসক, সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং কলকাতা পুরসভার কমিশনারকে বৈঠকে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে পুজো সংক্রান্ত একাধিক নির্দেশ দিতে পারেন মুখ্যসচিব বলেই মনে করা হচ্ছে। মাস্ক পরা নিয়ে সচেতনতা বাড়ানোর কথা বলা হবে। এখনও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় মাস্ক পরা নিয়ে সচেতনতার অভাব। তা নিয়ে নির্দিষ্ট কিছু সিদ্ধান্তের কথা জানাতে পারে রাজ্য। এছাড়াও পুজোর সময় করোনার তৃতীয় ঢেউ আসতে চলেছে বলে বিভিন্ন রিপোর্টে প্রকাশ হয়েছে। তাই তা রুখতে আগাম সতর্কতা হিসেবে এই বৈঠক ডেকেছেন রাজ্যের মুখ্যসচিব।
আরও পড়ুন: NEET পরীক্ষা নিয়ে কেন্দ্রকে আক্রমণ রাহুলের
এখনও রাজ্যে করোনা বিধিনিষেধ চলছে। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে সময়সীমা। রাত ১১ টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইটকার্ফু জারি রয়েছে। স্কুল কলেজ বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে পুজোতে কী কী বিষয়ে ছাড় দেওয়া হবে, কী কী নতুন নিয়ম তৈরি করা হবে তা ঠিক করতেই মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ৬ টায় এই ভার্চুয়ালি বৈঠক ডেকেছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।
আরও পড়ুন: মুদ্রাস্ফীতি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে সঙ্ঘের শ্রমিক সংগঠন, কটাক্ষ কংগ্রেসের