আজ ৩০ অক্টোবর। ফুটবল বিশ্বের কাছে আজকের দিনটা, মারাদোনা দিবস। আজকের দিনেই ১৯৬০ সালে জন্মেছিলেন ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনা। দু বছর হয়ে গেল তিনি দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, তবু তিনি আজও সবার বুকে রয়ে গিয়েছেন। দিয়েগো মারাদোনা শুধু একজন কিংবদন্তি ফুটবলার নন, তাঁর চেয়ে অনেক বড়। আর্জেন্টিনাকে ১৯৮৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন করা, ৯০ বিশ্বকাপের ফাইনালো তোলা সহ মারাদোনার মহিমার তালিকা বেশ দীর্ঘ।তবে শুধু ফুটবল মাঠে তাঁর কৃতিত্ব দিয়ে মারাদোনাকে নিয়ে বলা ভুল হবে।
একবার মারাদোনাকে নিয়ে বলতে গিয়ে এক ফরাসি সাংবাদিক বলেছিলেন, মারাদোনা হল জীবনের একটা দর্শন। আর্জেন্টিনায় মারাদোনার নামে একটা ধর্ম আছে। যে ধর্ম বিশ্বাস করে সবাই সমান, যে ধর্মের মূল কথা লড়াই, পরিশ্রম, আর রঙীন জীবনের। আরও পড়ুন-ISL: ডার্বির রঙ আবার সবুজ-মেরুন, ইস্টবেঙ্গলের প্রাপ্য হতাশা
আসুন দেখে নেওয়া যাক বিভিন্ন সময় মারাদোনর বলা কিছু স্মরণীয় কথা–
১) “আমি সাদা বা কালো যে কোনও রঙের হতে পারি। কিন্তু আমার জীবন কখনও ধুসর রঙের ছিল না, হবেও না।”
২) “তুমি আমার নামে অনেক কথা, অনেক সমালোচনা করতে পারো। কিন্তু এটা বলতে পারবে না যে আমি ঝুঁকি নিই না।”
৩) “আমি যখন দেশের জার্সি পরে খেলতে নামি, জার্সির সঙ্গে ত্বকের স্পর্শ হলেই লড়াই, তাগিদটা বাড়িয়ে দেয়।”
৪) “আমার যারা সমালোচনা করে, তারা করুক। শুধু একটাই অনুরোধ খিদে পেলে সেই সমালোচনাগুলো খেয়ে পেটে ভরিয়ে নিক।”
৫) “ভাগ্যের ওপর বিশ্বাসটা আমাব বরাবরই কম। আমার মনে হয় যত পরিশ্রম করা যাবে, সাফল্য তত ভাগ্যর ওপর ভরসা ছেড়ে তোমার ওপর ঝাঁপিয়ে পড়বে। ভাগ্যের ওপর ভরসা বাড়লে, পরিশ্রম আরও বাড়িয়ে দাও। “
৬) “যদি সেটা হাত থেকেও থাকে, সেটা ভগবানের হাত।”
৭) “নরওয়ে আমার দারুণ লাগে। তার সবচেয়ে বড় হয়তো একমাত্র কারণ, এখানকার অতি সুন্দর মহিলারা।”
৮) “আমার মা ভাবত আমি সবার সেরা। সেই কথাটা মা আমায় বারবার বলত। আর মায়ের সেই কথাটা শুনে আমি বিশ্বাস করতে করতে বড় হয়েছি। সেটাই বড় কাজে দিয়েছে।”
৯) “আমি মারাদোনা। আমি গোল করতে পারি, গোল করাতে পারি, ভুল করতে পারি। আমি সবটা নিতে পারি। সবার সঙ্গে লড়াই করার জন্য আমার কাঁধ যথেষ্ট বড়।”
১০) “আমার বৈধ সন্তান হল ডালমা এবং জিয়ান্নিনা। বাকিরা হল আমার অর্থ আর ভুলের ফসল।”