কলকাতা টিভি ওয়েব ডেস্ক: প্রখ্যাত সঙ্গীতশিল্পী কে কে-র মৃত্যুতে বাঁকুড়ার সভায় গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কে কে-র স্ত্রীর সঙ্গে কথা হয়েছে। প্রয়াত শিল্পীকে গান স্যালুট দেওয়া হবে। সম্ভব হলে আমিও যাব। আবহাওয়া ভালো থাকলে দমদম বিমানবন্দরে গিয়ে শ্রদ্ধা জানাব।
মুখ্যমন্ত্রীর সভা করার কথা ছিল ১২টা নাগাদ। কিন্তু এদিন আগেই কর্মিসভা শুরু করেন তিনি। বক্তব্যের শুরুতেই বলিউড সঙ্গীতশিল্পীর অকাল প্রয়াণে শোকপ্রকাশ করেন তিনি। একই সঙ্গে তিনি জানান, গত কাল রাত থেকেই গোটা ঘটনা দেখভাল করছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। সঙ্গে পুলিসও রয়েছে। তিনি প্রত্যেকের সঙ্গে যোগাযোগ রাখছেন। কর্মিসভা শেষ করে যত শীঘ্রই সম্ভব তিনি কলকাতায় পৌঁছবেন।
মঙ্গলবার সকালে টুইটেও শোকজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। লেখেন, ‘বলিউডের প্লে ব্যাক গায়ক কে কে-র আকস্মিক ও অকালমৃত্যুতে আমরা মর্মাহত। আমার সহকর্মীরা সমস্ত রকম প্রয়োজনীয় ব্যবস্থা, পরিবারকে সহায়তা দিতে গতকাল রাত থেকেই কাজ করছেন। সঙ্গীতশিল্পীর পরিবারকে গভীর সমবেদনা জানাই।’
The sudden and untimely demise of the Bollywood playback singer KK shocks and saddens us. My colleagues have been working from last night to ensure that all requisite support is given for necessary formalities, his rites and to his family now. My deep condolences.
— Mamata Banerjee (@MamataOfficial) June 1, 2022
সঙ্গীতশিল্পী কে কে-র মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। টুইটে তিনি জানিয়েছেন, ‘কেকে -র মৃত্যুর মর্মান্তিক খবর পেয়েছি। শেষবার কৃষ্ণকুমার কুন্নাথ (কেকে) নজরুল মঞ্চে অনুষ্ঠান করেছেন। মাত্র ৫৩ বছর বয়সি এই সঙ্গীতশিল্পীহর মৃত্যুর খবর পেয়ে অত্যন্ত খারাপ লাগছে। তাঁর অনুরাগী ও পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা ।’
আরও পড়ুন- K K Death: এক মহিলাই কেকে’র জীবনের গতিপথ বদলে দেন, কে তিনি?
Just received the heartbreaking shocking news of KK's demise
Adored by all, Krishnakumar Kunnath (KK) gave a stellar performance at Nazrul Manch just a while back. Sad to think he was just 53 years old. My deepest condolences to his followers & family#KK #KrishnakumarKunnath— FIRHAD HAKIM (@FirhadHakim) May 31, 2022