গুজরাত: সমুদ্রে ডুবতে (Drowning) বসা যুবকদের প্রাণ বাঁচিয়ে হিরো বিজেপি বিধায়ক (BJP MLA)। তাঁর তৎপরতাকে সাধুবাদ জানাচ্ছেন সবাই। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে উপচে পড়ছে শুভেচ্ছা বার্তা। গুজরাতের (Gujarat) বিজেপি বিধায়ক সমুদ্রে ঝাঁপিয়ে তিন যুবকের প্রাণ বাঁচালেন। পারেননি একজনকে উদ্ধার করতে। তাই এখন আক্ষেপ কুরে কুরে খাচ্ছে। সবাইকে উদ্ধার করা গেলে মনে শান্তি হত।
জানা গিয়েছে, বিজেপি বিধায়ক হীরা সোলাঙ্কি (Hira Solanki) বিচে দাঁড়িয়ে ছিলেন। সেখানে চার যুবককে ডুবতে দেখেন তিনি। ঝাঁপিয়ে তিন জনকে উদ্ধার করতে পেরেছেন। বুধবার ওই ঘটনা ঘটে। একজনকে উদ্ধার করা যায়নি। অনেক পরে তাঁর দেহ উদ্ধার হয়েছে। চার জনই সমুদ্রে স্নান করতে যান। সেসময় প্রবল স্রোতের মুখে পড়ে যান তাঁরা। পাটওয়া গ্রামের কাছে ওই ঘটনা ঘটেছে। চার জন যুবক হলেন, কল্পেশ শিয়াল, বিজয় গুজারিয়া, নিকুল গুজারিয়া, জীবন গুজারিয়া। বুধবার বিকেলে রাজুলাতে পাটওয়া গ্রামের কাছে সমুদ্রে স্নান করতে নেমেছিলেন। সমুদ্রের ঢেউয়ে তাঁরা গভীর সমুদ্রের (Deep Sea) দিকে এগিয়ে যায়। তাঁরা ডুবতে শুরু করলে বাঁচার জন্য চিৎকার করতে থাকেন। আশেপাশের লোকেরা তখন ছুটে যান। বিজেপি বিধায়ক সেসময় সামনেই বিচে ছিলেন তিনিও ঝাঁপিয়ে পড়েন ওই যুবকদের উদ্ধার করার জন্য। জীবন গুজারিয়াকে উদ্ধার করা যায়নি। তাঁর মৃত্যু হয়। সন্ধ্যায় তাঁর দেহ উদ্ধার হয়।
আরও পড়ুন: TMC Joining | মিনাখাঁয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান শতাধিক কর্মীর
সোশ্যাল মিডিয়ায় (Social Media) উদ্ধারের ভিডিও ভাইরাল হয়েছে। বিজেপি বিধায়কের প্রশংসায় একের পর এক কমেন্ট লেখা হয়েছে। তবে এই বিষয়ে ওই বিজেপি বিধায়ক কিছু বলতে চাননি