নয়াদিল্লি: সোমবার সংসদের বিশেষ অধিবেশন (Parliament Special Session ) শুরুর আগে রবিবার সর্বদলীয় বৈঠক (All Party Meeting) ডাকল কেন্দ্র। এই অধিবেশন চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। বুধবার কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী এক্স হ্যান্ডেলে জানান, রবিবার বিকেল সাড়ে ৪টের সময় সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। এর আমন্ত্রণপত্র ইমেলের মাধ্যমে সংশ্লিষ্ট নেতাদের কাছে পাঠানো হয়েছে।
Ahead of the parliament session from the 18th of this month, an all-party floor leaders meeting has been convened on the 17th at 4.30 PM. The invitation for the same has been sent to concerned leaders through email.
Letter to followಇದೇ ಸೆಪ್ಟೆಂಬರ್ 18 ರಿಂದ ಆರಂಭವಾಗಲಿರುವ ವಿಶೇಷ…
— Pralhad Joshi (@JoshiPralhad) September 13, 2023
তবেও এই বিশেষ অধিবেশনের আলোচ্যসূচি কী, তা এখনও পর্যন্ত সরকারি তরফে জানানো হয়নি। সেই কারণেই অধিবেশন নিয়ে রাজনৈতিক মহলে এখনও ধোঁয়াশা রয়েছে গিয়েছে। বিরোধীদের অভিযোগ, এই বিশেষ অধিবেশন ডাকার আগে কেন্দ্রের তরফে রাজনৈতিক দলগুলির সঙ্গে কোনও রকম আলোচনা করা হয়নি। একতরফা সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। কয়েকদিন আগেই কংগ্রেসের প্রবীণ সাংসদ সনিয়া গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়ে বলেন, দেশের সামনে এই মুহূর্তে যে সব জ্বলন্ত ইস্যু রয়েছে, আশা করব অধিবেশেন সেগুলি নিয়ে আলোচনা হবে। কংগ্রেস নেত্রী তাঁর চিঠিতে সেই সব জ্বলন্ত ইস্যুর মধ্যে নয়টির উল্লেখ করেছেন। যেমন মূল্যবৃদ্ধি, মণিপুর হিংসা, আদানি বিতর্ক, জাতগণনা বিতর্ক, ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি)-র দাবিতে রাজ্য রাজ্যে কৃষকদের আন্দোলন প্রভৃতি। যদিও বিরোধীদের দাবি উড়িয়ে দিয়ে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, অধিবেশন শুরুর ঠিক আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকেই আলোচ্য বিষয় নিয়ে হবে।
আরও পড়ুন: আরও ৭৫ লক্ষ মহিলাকে বিনামূল্যে এলপিজি সংযোগ, রান্নার গ্যাস নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের
বিশেষ অধিবেশনের আলোচ্যসূচি প্রকাশ না করার জন্য সরকারকে নিশানা করেন কংগ্রেস সংসদ জয়রাম রমেশ। তিনি বলেছেন, আজ ১৩ সেপ্টেম্বর। সংসদের সংক্ষিপ্ত বিশেষ অধিবেশন আর পাঁচ দিন পরে শুরু হবে। তাঁর কটাক্ষ, অধিবেশনের আলোচ্য বিষয় সম্ভবত একজন বা দুজন জানেন। সরকারের অন্য কারও এ সম্পর্কে কোনও ধারণাই নেই।
Today is September 13th. The five-day Special Session of Parliament will commence five days from now and nobody—barring One Man(ok, perhaps the Other One too)—has any sense of the agenda. On every previous occasion, when Special Sessions or Special Sittings were held, the list of…
— Jairam Ramesh (@Jairam_Ramesh) September 13, 2023