কলকাতা, ১৪ এপ্রিল : ২৫ জানুয়ারি ফিরে এল ১৪ এপ্রিলে । সে দিন বিধানসভায়, অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সামনেই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সুর চড়িয়েছিলেন । সেই দিনটাতেও বিধানসভায় অম্বেদকরকে শ্রদ্ধা জানাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় । ঘটনাচক্রে আজ, বৃহস্পতিবার অম্বেদকরের জন্মদিন । এ দিনও বিধানসভায় অম্বেদকরকে শ্রদ্ধা জানাতে গিয়ে সেই অধ্যক্ষের সামনেই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে কঠোর মন্তব্য করলেন রাজ্যপাল ।
এ দিন রাজ্যপাল বলেন, “বি আর আম্বেদকরের নীতি আমাদের চলা উচিত। আজ আম্বেদকরের জন্মদিন । গণতন্ত্র বজায় রাখুন । আমরা সংবিধানের প্রতি দায়বদ্ধ । কিন্তু, সাম্প্রতিক কিছু ঘটনা আমাদের অবাক করেছে ।”
এখানেই শেষ নয় । হাই কোর্টের সাম্প্রতিক কিছু ঘটনা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করে রাজ্যপাল বলেন, “তদন্ত সঠিক পথে হওয়া উচিত । আমার সঙ্গে গতকাল মুখ্যসচিব এবং রাজ্য পুলিসের ডিজি-র বৈঠক হয়েছে ।” এর পরই রাজ্যপালের পরামর্শ, রাজ্যের শাসন ব্যবস্থা যেন সংবিধানের মধ্য থাকে সেটা আমাদের খেয়াল রাখতে হবে ।
রাজ্যের সাম্প্রতিকতম নারী নির্যাতনের ঘটনা নিয়েও কড়া মন্তব্য করতে ছাড়েননি রাজ্যপাল । তিনি বলেন, আমাদের রাজ্যে অনেক কিছু করার আছে । মহিলাদের অনেক ক্ষমতা দিয়েছে এই রাজ্য । এখানে আমলারা ও রাজনীতি এর সঙ্গে যুক্ত । এর পরই তিনি বলেন, এ রাজ্যে পুড়িয়ে মেরে দেওয়া হচ্ছে । তাদের চাকরি দেওয়া হচ্ছে । নির্বাচন-পরবর্তী হিংসায় অনেকেই মারা গিয়েছেন । তাঁদের অনেক প্রতিনিধি আমার কাছ থেকে আসেন । শাসন ব্যবস্থা সব সময় একটি নির্দিষ্ট দিক দিয়ে চলা উচিত। মন্তব্য রাজ্যপালের ।
আরও পড়ুন : Jhalda Murder: সিবিআইয়ের বেস ক্যাম্পে পৌঁছলেন ঝালদার আইসি সঞ্জীব ঘোষ