কলকাতা: আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হেনস্থার ঘটনায় মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সোমবার দুপুর ১টার মধ্যে এই ঘটনার বিস্তারিত রিপোর্টও দিতে বলেছেন রাজ্যপাল। উপাচার্যকে হেনস্থার ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন ইউনিট সভাপতি গিয়াসউদ্দিন মণ্ডলকে আজ গ্রেফতার করেছে পুলিস। উপাচার্যকে অকথ্য ভাষায় গালাগালি, কটুক্তি, খুনের হুমকি দেওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে।
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘরে ঢুকে একেবারে তাণ্ডব চালাচ্ছে কয়েকজন প্রাক্তন ছাত্র। সেখানে উপাচার্যকে চড় মারার হুমকি ও অকথ্য ভাষায় গালাগালি দিতে দেখা যায় গিয়াসউদ্দিন মণ্ডলকে। সেখানে ছিলেন আরও কয়েকজন বহিরাগত। তাদের মধ্যে একজন ভিডিয়োটি করেছেন। কিন্তু তাদের মুখের ভাষা এতোটাই অশালীন, যা প্রকাশের অযোগ্য। ভিডিয়োতে প্রাণনাশের হুমকি দিতেও শোনা যায়।
সূত্রের খবর, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তোলাবাজি, বিশৃঙ্খলা সৃষ্টি সহ একাধিক অভিযোগে কিছুদিন আগে বহিষ্কার করা হয় গিয়াসউদ্দিন মণ্ডল নামে ওই ছাত্রনেতাকে। বহিষ্কারের কয়েকদিনের মধ্যেই তিনজন বহিরাগতকে নিয়ে ঢোকেন তিনি। কলেজের পিএইচডি লিস্টে স্বজনপোষণ করেছে উপাচার্য, এমন অভিযোগ তুলেই বচসার শুরু হয়। তারপর শুরু হয় অকথ্য ভাষায় গালাগালি, মারার হুমকি।
আরও পড়ুন: Maoists Poster: ফের মাওবাদী পোষ্টার জঙ্গলমহলে, ৮ এপ্রিল বাংলা বনধের ডাক
ভিডিয়োতে উপাচার্যকে লক্ষ্য করে বলতে শোনা গিয়েছে, এই আলিয়ার বেহাল অবস্থা কে করেছে? আলিয়ার বেহাল অবস্থা করার জন্য তুইই দায়ী। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা তাঁদের শান্ত করানোর চেষ্টা করলে তাদেরও গালাগালি দিতে শোনা যায় বহিরাগত ছাত্রদের। ভিডিয়োতে এও দেখা যাচ্ছে, নিজের ফোন নিতে চেয়েছিলেন উপাচার্য। তাঁকে ফোন নিতে তো দেওয়া হয়নি, তার উপর ফোন ভেঙে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।
https://twitter.com/jdhankhar1/status/1510582776957124612?s=20&t=ptP5khzna7vnn31_UAFWVA
অভিযুক্ত ছাত্রনেতা গিয়াসউদ্দিনের দাবি, পিএইচডি অ্যাডমিশন টেস্টের ফলাফল প্রকাশিত হলে দেখা যায় কিছু ছাত্র, যাদের পড়াশোনার সঙ্গে কোনও সম্পর্ক নেই, তাঁদের অ্যাডমিশন হয়ে গিয়েছে। এই সমস্ত ছাত্রদেরকে প্রশ্ন আগে থেকে দিয়ে দিয়েছিলেন উপাচার্য, অভিযোগ গিয়াসউদ্দিনের। সেকারণে তিনি উপাচার্যের সঙ্গে দেখা করতে গেলেও তিনি দেখা করেননি। তিন ঘণ্টা অপেক্ষা করার পর শেষে জোর করে উপাচার্যের ঘরে ঢুকে গিয়ে এই দুর্নীতির প্রতিবাদ করেছিলেন তাঁরা।
আরও পড়ুন: Alia University: তৃণমূলকে অস্বস্তিতে ফেলার চক্রান্ত, আলিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনায় বললেন কুণাল ঘোষ
গিয়াসউদ্দিন আরও জানান, ওইদিন তিনি যে ভাষা ব্যবহার করেছেন, সমাজে একটি শিক্ষিত ছেলের মুখে তা নিন্দনীয়। সে কারণে তিনি ক্ষমাও চেয়েছেন।