শিলিগুড়ি: খুন, হুমকির রাজনীতি চলবে না বলে ফের কড়া বার্তা দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস ( C V Anand Bose) । বৃহস্পতিবার শিলিগুড়িতে তিনি আবার বলেন, পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) কোনও অশান্তি বরদাস্ত করা হবে না। সব নাগরিক যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে ব্যাপারে আমি আশ্বস্ত করতে চাই।
এদিন সকালে শিলিগুড়ি সার্কিট হাউসে (Siliguri Circuit House) পাহাড়ের একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধি রাজ্যপালের সঙ্গে দেখা করেন। বিজেপি সাংসদ রাজু বিস্তার নেতৃত্বে পাহাড়ের ইউনাইটেড ফোরামের ওই প্রতিনিধিদলে তৃণমূল এবং সিপিএম বাদে প্রায় সব দলের নেতাই হাজির ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের রাজ্যপাল বলেন, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এরপরেও রাজ্যের বেশকিছু জায়গায় সন্ত্রাস এবং খুনের রাজনীতি চলছে। তিনি জানান, পাহাড়ের রাজনৈতিক নেতারা তাঁর কাছে অভিযোগ করেছেন, পাহাড়ে বিরোধী প্রার্থীদের প্রচার করতে দেওয়া হচ্ছে না। অনেকে মনোনয়নপত্র জমা পর্যন্ত করতে দেওয়া হয়নি। বিরোধী প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে। এরপর রাজ্যপাল বলেন, আদালতের নির্দেশ কার্যকর হচ্ছে কি না, সেটা দেখা আমার দায়িত্ব। আমি গ্রাউন্ড জিরো গভর্নর হতে চাই। এসব মেনে নেওয়া যায় না। কোনওরকম হিংসা বরদাস্ত করা হবে না।
এর আগে রাজ্যপালকে বলতে শোনা গিয়েছিল, রাজ্যের যেখানে ষেখানে অশান্তির ঘটনা ঘটবে সেখানে স্বশরীরে তিনি যাবেন। পরিস্থিতি খতিয়ে দেখবেন। কথা বলবেন সেখানকার স্থানীয়দের সঙ্গে। নির্বাচন কমিশনার রাজীব সিনহার ভূমিকা নিয়ে একাধিক বার প্রশ্ন তুলেছিলেন। তাঁকে বলতে শোনা গিয়েছিল, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কমিশনারকে নিয়োগ করেছিলাম, কিন্তু তাঁর কাজ মানুষকে হতাশ করেছে।