নিইইয়র্ক: পর্নহাবের তুন মালিক সংবাদসংস্থা এএফপিকে বলেছেন, সরকারের উচিত পর্ন ওয়েবসাইটগুলির উপর জোরাজুরি বা ক্র্যাকডাউন বন্ধ করা। এবং এর পরিবর্তে যৌন অভিব্যক্তিতে গর্ব করা। এবং পর্নকে স্বাভাবিক করতে সহায়তা করা।কানাডিয়ান প্রাইভেট ইক্যুইটি ফার্ম এথিক্যাল ক্যাপিটাল পার্টনার্স (Ethical Capital Partners) তিন মাস আগে পর্ণ হাবের (Pornhub)-এর মূল মাইন্ডগিক (MindGeek) কিনেছিল, যার নিয়ন্ত্রণে ইউপর্ণ (YouPorn) সহ অন্যান্য সাইট রয়েছে।
বলা হয়েছিল যারা পর্ন সাইট ব্যবহার করবেন তাঁদের বয়স যাচাই করতে হবে। তাঁরা যেন প্রাপ্ত বয়স্ক হন। বয়স যাচাই করার নির্দেশ দেওয়ার পর মে মাসে মার্কিন রাজ্য উটাহ থেকে একাধিক ওয়েবসাইট তুলে নেওয়া হয়েছিল। ফ্রান্সে ওয়েবসাইট মালিক ও নিয়ন্ত্রকদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়। কীভাবে ২০২০ সালে ব্যবহারকারীদের বয়স চিহ্নিত করা যাবে তা নিয়ে। মাইন্ডগিক (MindGeek) এর দুটি সাইট কোনো বয়স যাচাইকরণ করেনি। এবং ৭ জুলাই আদালতের রায়ের মুখোমুখি হতে পারে। যা তাদের নিষিদ্ধ করতে পারে।
আরও পড়ুন: Mohiner Ghoraguli | মহীনের ঘোড়াগুলির বাপি আর নেই
ইসিপির প্রতিষ্ঠাতা সলোমন ফ্রিডম্যান বলেন, আমরা কোনও নির্দিষ্ট বয়সের নীচে ব্যবহারকারী চায় না। তিনি বলেন, আমরা বয়স নির্ধারণকে সমর্থন করি জোরালো ভাবে। এর ফলে শিশুদের এর থেকে দূরে রাখা যাবে। এই প্রসঙ্গে তিনি ব্রাউজার ভিত্তিক নথি যাচাইয়ের কথা বলেছেন। গুগল ও অ্যাপলের কাছে যা সহজ হবে। নিউইয়র্ক টাইমসে একটি খবর প্রকাশের জন্য মাইন্ডগিক খবরের শিরোনামে এসেছিল। সেখানে বলা হয়েছিল ধর্ষণকে দেখানো হচ্ছে। ফ্রিডম্যান বলেন, কোম্পানি গত কয়েক বছরে পুরোপুরি পরিবর্তিত হয়ে গিয়েছে। প্রায় ৮০ লক্ষ বিষয় সরিয়ে নেওয়া হয় ২০২১ সালে। কনটেন্ট বা বিষয় সরিয়ে নেওয়ার অনুরোধ থাকলে তা সরে যায়।