নয়াদিল্লি: সংসদের বিশেষ অধিবেশন বসবে ১৮ সেপ্টেম্বর। চলবে ২২ তারিখ পর্যন্ত। সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি বৃহস্পতিবার এক্স বার্তায় একথা জানান। আচমকা পাঁচদিনের জন্য সংসদের বিশেষ অধিবেশন ডাকায় রাজনৈতিক জল্পনা তুঙ্গে উঠেছে। মন্ত্রী জানিয়েছেন, সপ্তদশ লোকসভার ত্রয়োদশ এবং ২৬১ তম রাজ্যসভার অধিবেশন ডাকা হয়েছে ১৮-২২ সেপ্টেম্বর। এই পর্বে পাঁচটি সভা বসছে।
উল্লেখ্য, বিশেষ অধিবেশন কী কারণে ডাকা হচ্ছে, সে বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। আগামী ৯ এবং ১০ সেপ্টেম্বর জি ২০ সম্মেলনের পরপরই বিশেষ অধিবেশন ডাকা নিয়ে জল্পনা তৈরি হচ্ছে। জোশি বলেছেন, অমৃতকালের আবহে ফলপ্রসূ আলোচনা এবং বিতর্ক গড়ে তোলার জন্য এই বিশেষ অধিবেশন ডাকা হচ্ছে। এক্স বার্তায় জোশি পুরনো সংসদ ভবনের সঙ্গে নতুন ভবনেরও ছবি পোস্ট করেছেন। প্রসঙ্গত, গত মাসেই সদ্য শেষ হয়েছে বিতর্কিত বাদল অধিবেশন। যা পুরনো বাড়িতেই হয়েছিল। বাদল অধিবেশনের পর সাধারণত নভেম্বরের শেষ সপ্তাহ নাগাদ শীত অধিবেশন বসে।
রাজনৈতিক মহলের ধারণা, বিশেষ অধিবেশন ডেকে ঢাক পিটিয়ে কাজ শুরু হবে নতুন সংসদ ভবনের। একাংশের মতে, জি ২০ বৈঠকের পরপরই বিশেষ অধিবেশন ডেকে আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের উজ্জ্বল অবস্থানকে দেশের কাছে তুলে চাইছে সরকারপক্ষ। অথবা পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের বছরে এবং আগামী বছর লোকসভা নির্বাচনের আগে বেশ কিছু উন্নয়ন-খয়রাতির ঘোষণা করতে পারে সরকারপক্ষ। অধিবেশনের পরেই ভোটের দামামা বাজিয়ে দেওয়া হবে বলেও অনেকের অনুমান।