রাজস্থান: ভোটের মুখে বড় ঘোষণা গেহলট সরকারের। রাজ্যবাসীকে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করল রাজস্থান সরকার (Rajasthan Government)। কর্নাটকের রোডম্যাপে হেঁটেই রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot) বুধবার রাজ্যবাসীকে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করলেন। বিদ্যুতের বিল দিতে গরিব মানুষদের ভোগান্তিতে পড়তে হয়। এবার গরিব ও মধ্যবিত্ত পরিবারের কথা মাথায় রেখে বিদ্যুৎ পরিষেবার বিষয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি জানিয়েছেন, রাজ্যে ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে।
ট্যুইট করে তিনি বলেছেন, মূল্যস্ফীতি ত্রাণ শিবিরের পর্যবেক্ষণ এবং জনসাধারণের সাথে কথা বলার পরে জানা গিয়েছে, বিদ্যুৎ বিলের স্ল্যাব-ভিত্তিক ছাড়ে সামান্য পরিবর্তন করা উচিত। মে মাসের বিদ্যুৎ বিলের জ্বালানি সারচার্জ নিয়েও জনগণের মতামত পাওয়া গিয়েছে। যার ভিত্তিতে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা প্রতি মাসে ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করে তাদের বিদ্যুৎ বিল শূন্য হবে। তাদের কোনও বিল পরিশোধ করতে হবে না। যেসব পরিবার প্রতি মাসে ১০০ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার করে তাদের প্রথম ১০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে অর্থাৎ যতই বিল আসুক না কেনও প্রথম ১০০ ইউনিটের জন্য তাদের কোনও বিদ্যুতের বিল দিতে হবে না।
আরও পড়ুন: President Rule | Manipur | মণিপুরে রাষ্ট্রপতি শাসনের দাবি আন্দোলনরত কুকি জনগোষ্ঠীর
বিশেষ করে মধ্যবিত্তদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেসব গ্রাহক প্রতি মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন তাদের প্রথম ১০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে, সাথে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের ফিক্সড চার্জ, জ্বালানি সারচার্জ এবং অন্যান্য সব চার্জ মুকুব করা হবে।
প্রসঙ্গত, সদ্য সমাপ্ত কর্নাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেস বড় জয় পেয়েছে। এই নির্বাচনে কংগ্রেসের অন্যতম প্রতিশ্রুতি ছিল বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়া। এবার সেই মডেল অনুসরণ করে রাজস্থানেও বিনামূল্যে বিদ্য়ুৎ পরিষেবা দেওয়ার ঘোষণা করা হল কংগ্রেস শাসিত রাজস্থানে।