কলকাতা: গড়ফায় এক সিরিয়াল অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার। মৃতের নাম পল্লবী দে। প্রাথমিক সূত্রের খবর, গড়ফা থানা এলাকায় এক ফ্ল্যাট ভাড়া নিয়ে প্রেমিকের সঙ্গে থাকতেন তিনি। ২৭ এপ্রিল ওই বাড়ি ভাড়া নেন বলে জানান ফ্ল্যাটের মালিক। রবিবার সকালে ওই বাড়ি থেকেই পল্লবীর ঝুলন্ত দেহ উদ্ধার করে পরিবার। বাঙুর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। তাঁর রহস্যমৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
পুলিস জানায়, হাওড়ার রামরাজাতলার মেয়ে পল্লবী। কাজের সূত্রেই গড়ফায় প্রেমিকের সঙ্গে থাকতেন তিনি। ‘আমি সিরাজের বেগম’ ধারাবাহিকে সিরাজের স্ত্রী লুৎফা-র চরিত্রে অভিনয় করেছিলেন পল্লবী। এই চরিত্রের জন্য তিনি জনপ্রিয়ও হয়ে ওঠেন। তার আগে ‘রেশম ঝাঁপি’ ধারাবাহিকেও তাঁকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল। বর্তমানে ‘মন মানে না’ নামে একটি ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন পল্লবী।
প্রাণবন্ত ওই অভিনেত্রীর এই রহস্যমৃত্যু নিয়ে প্রশ্ন উঠছে। পল্লবীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখা গিয়েছে, শনিবার রাতেও দক্ষিণ কলকাতার রাস্তায় মোমো খেয়েছেন তিনি। রাতের কলকাতার নানা ছবি পোস্ট করেছেন নিজের অ্যাকাউন্টে। মিউজিক ভিডিয়ো বানিয়েছেন। তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই এই ঘটনায় তৈরি হয়েছে নানান জল্পনা। প্রাথমিকভাবে আত্মহত্যার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিস। যদিও পল্লবীর ইনস্টাগ্রাম দেখে বোঝার উপায় নেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন।
পল্লবীর পরিবার সূত্রের খবর, সাগ্নিক দে নামে এক যুবকের সঙ্গে গড়ফায় লিভ-ইনে ছিলেন তিনি। দুই পরিবারই দুজনের সম্পর্কে জানত বলে জানা গিয়েছে। তবে ওই যুবকের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও অভিযোগ নেই তাঁদের।