গঙ্গাসাগর: করোনা (Covid 19) মহামারি কাটিয়ে চলতি বছরে গঙ্গাসাগর মেলায় (Gangasagar Mela 2023) পুণ্যার্থীদের ঢল নামবে বলেই আশাবাদী দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। আর সেই কারণে এবার বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। পুলিশ, উপকূল রক্ষী বাহিনী, নৌবাহিনীর পাশাপাশি বিপর্যয় মোকাবিলা দফতরও যথেষ্ট তৎপর সাগরতটে। এছাড়াও বাড়তি নিরাপত্তা ও নজরদারির জন্য এবার এনডিআরএফের (NDRF) তরফে সাগরতটে নিয়ে আসা হয়েছে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত লিলি (Lily) ও রোমিওকে (Romeo)।
সাগরমেলায় আসা লক্ষ লক্ষ পুণ্যার্থী স্নানের সময় কোনও বিপদে পড়লেই ত্রাতা হিসেবে কাজ করবে এই জুটি। সমুদ্রে ডুবন্ত পুণ্যার্থীদের সঠিক খোঁজ জানিয়ে দেবে প্রশিক্ষিত ডুবুরিদের। এনডিআরএফ কলকাতার সেকেন্ড ব্যাটেলিয়ানের প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর লিলি ও রোমিও। এনডিআরএফের তিনটি ব্যাটেলিয়ানের মোট ৭৫ জন কর্মী এবার সাগর মেলায় বিপর্যয় মোকাবিলার কাজ করবেন। সাগরমেলা প্রাঙ্গণ, কচুবেড়িয়া ও চেমাগুড়ি পয়েন্টে মোতায়েন আছে এরা। আর এদের সঙ্গেই সমানে পাল্লা দিয়ে কাজ করবে রোমিও ও লিলি। এছাড়াও এবার রিমোট পরিচালিত লাইফ বয়া নিয়ে আসা হয়েছে ডুবন্ত পুণ্যার্থীদের উদ্ধারের জন্য।
আরও পড়ুন: Joshimath Sinking: ১২ দিনে ধসেছে ৫.৪ সেন্টিমিটার, জোশিমঠের উপগ্রহ চিত্র প্রকাশ ইসরো-র
এবছর আগামিকাল, শনিবার সকাল থেকে গঙ্গাসাগরে মকর সংক্রান্তির পুণ্যস্নান শুরু হবে। সেদিন দুপুর থেকে বিকেল পর্যন্ত শাহিস্নানের পুণ্যযোগ রয়েছে। এই মাহেন্দ্রক্ষণে মোক্ষকামী মানুষ দলে দলে সমুদ্রে স্নান সেরে পুজো দেবেন কপিল মুনির মন্দিরে। তার উপর গত কয়েক বছরে সমুদ্রের জলস্তর বেড়েছে। জোয়ারের সময় জলস্তর বাড়ছে প্রতিনিয়ত। ফলে সমুদ্রস্নানে নেমে পুণ্যার্থীরা ঢেউয়ের তোড়ে ভেসে যাওয়ার উপক্রম হলে তাঁদের উদ্ধার করতে বিশেষ সাহায্য করবে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এই দুটি কুকুর।
এর পাশাপাশি এনডিআরএফের কর্মীরা রিমোটের সাহায্যে সমুদ্রের ১০০ মিটার অভ্যন্তরে ইউ আকৃতির লাইফ বয়া মুহূর্তের মধ্যে পাঠিয়ে সেই ডুবন্ত পুণ্যার্থীকে উদ্ধার করবে। জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের এই নয়া পন্থা এবার সাগর মেলায় যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজ করবে বলেই দাবি আধিকারিকদের। প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দুটি ল্যাব্রেডার প্রজাতির। দীর্ঘক্ষণ সাঁতার কাটতে পারার কারণেই তাদের এ কাজে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। লাইফ বয়া ঘন্টায় প্রায় কুড়ি কিলোমিটার গতিতে উত্তাল ঢেউ কাটিয়ে পৌঁছে যাবে ডুবন্ত মানুষের কাছে। ফলে উদ্ধারকাজ চালাতে অনেকটাই সহজ হবে। বৃহস্পতিবার সকাল থেকেই গঙ্গাসাগরের উপকূলে এনডিআরএফ দলের সদস্যরা স্পিডবোটে করে টহল দেওয়ার পাশাপাশি দুটি কুকুর ও লাইফ বয়া নিয়ে মহড়া দেন।