গত ১১ অগাস্ট মুক্তি পেয়েছে সানি দেওল আমিশা প্যাটেল অভিনীত ‘গদর ২’। দ্বিতীয় সপ্তাহের শেষে সেই ছবির রোজগার ৪১৯ কোটি। অর্থাৎ দ্রুত গতিতে বক্স অফিসের একাধিক রেকর্ড ভাঙছে অনিল শর্মার এই ছবি।
এদিন ‘গদর ২’ প্রসঙ্গে টুইট করে তরণ আদর্শ লেখেন অল টাইম ব্লকব্লাস্টার। দ্বিতীয় সপ্তাহেও দুর্দান্ত ব্যবসা করল এই ছবি। এখন ‘গদর ২’র একমাত্র লক্ষ্য ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করা। তিনি আরও জানিয়েছেন, এই ছবি আগামীতে আরও নতুন বেঞ্চমার্ক তৈরি করবে। তৃতীয় সপ্তাহেও দারুণ ব্যবসা করবে বলেও মনে করছেন তিনি।
ALL TIME BLOCKBUSTER… #Gadar2 WREAKS HAVOC in Week 2… Mass pockets on ???, continue to set NEW BENCHMARKS… Will continue to dominate the heartland in Week 3 as well… [Week 2] Fri 20.50 cr, Sat 31.07 cr, Sun 38.90 cr, Mon 13.50 cr, Tue 12.10 cr, Wed 10 cr, Thu 8.40 cr.… pic.twitter.com/3DUHj2GIvz
— taran adarsh (@taran_adarsh) August 25, 2023
আরও পড়ুন: চাঁদের মাটিতে প্রজ্ঞানের ঘুরে বেড়ানোর ভিডিয়ো টুইট করল ইসরো
তাঁর তথ্য অনুযায়ী, দ্বিতীয় সপ্তাহের শনিবার ৩১.০৭ কোটি, রবিবার ৩৮.৯০ কোটি। সর্বমোট দ্বিতীয় সপ্তাহে এটি মোট ১৩৪.৪৭ কোটি টাকা আয় করেছে। অন্যদিকে, প্রথম সপ্তাহে যায় ছিল ২৮৪.৬৩ কোটি টাকা। ফলে সবটা মিলিয়ে দুই সপ্তাহে গদর ২ এর ঝুলিতে এসেছে ৪১৯.১০ কোটি টাকা। এটা কেবল ভারতীয় বক্স অফিসের হিসেব।