নয়াদিল্লি: সুকুমার রায় আজ থাকলে লিখতেন, …পাগড়ি দিয়ে যায় চেনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মানেই রাজনীতির মঞ্চে ফ্যাশন শো। প্রতিবার স্বাধীনতা ও গণতন্ত্র দিবসে এক-এক ধরনের পোশাকে বিচ্ছুরণ ঘটান বিজেপির পোস্টার বয় মোদি। তারমধ্যে উল্লেখ্যযোগ্য হল, তাঁর পাগড়ির ও টুপির রকমফের। শুক্রবারও দেশের ৭৫-তম সাধারণতন্ত্র দিবসে কর্তব্যপথে দেখা গেল নবকলেবরে। এবার কুচকাওয়াজে তিনি মাথায় পরেছিলেন গেরুয়া রঙের ‘বাঁধনি’ পাগড়ি।
প্রধানমন্ত্রী ফি বছর কীভাবে স্টাইলের রং বদল করেন?
২০১৫: ৬৬-তম সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে মোদি বসেছিলেন কালো সুট। মাথায় ছিল লাল, গাঢ় সবুজ ছিটের পেখম উঁচানো পাগড়ি।
আরও পড়ুন: আসরে ‘বৃদ্ধ’ লালু, জিতন মাঝির ছেলেকে উপমুখ্যমন্ত্রীর টোপ
২০১৬: ফুল স্লিভড বন্ধগলা সুটের সঙ্গে উজ্জ্বল হলুদ রঙের পাগড়ি পরেছিলেন। তাতে ছিল লাল রঙের স্ট্রাইপস।
২০১৭: সে বছরের সাধারণতন্ত্র দিবসে মোদি পরেছিলেন গোলাপি রঙের পাগড়ি। রুপোলি রঙের পাড়ের মতো অংশ ছিল তাতে। সঙ্গে ছিল সাদা কুর্তা এবং কালো জ্যাকেট। যাতে সাদা রঙের ফুটকি আঁকা ছিল।
২০১৮: ক্রিম কালারের কুর্তার উপর কালো জ্যাকেট। সঙ্গে ছিল অনেক রঙের একটি পাগড়ি। মাথার উপর তার ময়ূরপুচ্ছ তোলা ছিল।
২০১৯: লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসে তাঁর ষষ্ঠ ভাষণে মোদি পরেছিলেন লাল-হলুদ রঙের একটি পাগড়ি।
২০২০: সাধারণতন্ত্র দিবসে মোদির মাথায় গেরুয়া রঙের পাগড়ি। যার পোশাকি নাম বন্ধেজ পাগড়ি। কুর্তা-জ্যাকেটের সঙ্গে এটা পরেছিলেন।
২০২১: সাধারণতন্ত্র দিবসে হালারি পাগড়ি নামে একটি বিশেষ পাগড়ি পরেছিলেন সেবার। লাল রঙের পাগড়িতে হলুদ রঙের বিন্দি আঁকা ছিল। জামনগরের রাজপরিবার তাঁকে পাগড়িটি উপহার দিয়েছিল।
২০২২: এবারে পাগড়ির বদলে টুপি পরে সাধারণতন্ত্র দিবসে আসেন মোদি। উত্তরাখণ্ডের ব্রহ্মকমল টুপি পরেছিলেন। রাজ্যের প্রতীক ব্রহ্মকমল ফুল।
২০২৩: ৭৪-তম গণতন্ত্র দিবসে প্রধানমন্ত্রীর মাথায় ছিল রাজস্থানি পাগড়ি। অসংখ্য রঙের সমন্বয় ছিল তাতে। সাদা কুর্তার উপরে কালো কোট এবং কাঁধে ছিল সাদা রঙের স্টোল।
অন্য খবর দেখুন