লখনউ: তলব করা সত্ত্বেও পুলিশের জেরার মুখোমুখি হননি লখিমপুর খেরিতে হিংসার ঘটনায় অভিযুক্ত আশিস মিশ্র৷ আজ শুক্রবার তাঁকে থানায় আসতে বলা হয়েছিল৷ কিন্তু তিনি যাননি৷ তাই আশিস মিশ্রকে নতুন করে হাজিরার নোটিস পাঠাল পুলিশ৷ নোটিসে বলা হয়েছে, আগামিকাল শনিবার সকাল ১১টার মধ্যে তাঁকে জেরার জন্য থানায় আসতে হবে৷
আরও পড়ুন: লখিমপুর কাণ্ডে মুখ পুড়ল যোগী সরকারের, পুলিশি তদন্ত নিয়ে চরম ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট
গত রবিবার লখিমপুরে আশিস মিশ্রের গাড়ির ধাক্কায় চার কৃষকের মৃত্যু হয়৷ ওই ঘটনার চারদিন পর বৃহস্পতিবার তাঁকে জেরার জন্য তলব করে পুলিশ৷ এই প্রথমবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। অজয় মিশ্রের জেরার দায়িত্বে ছিলেন তদন্তকারী পুলিশ আধিকারিক উপেন্দ্র আগরওয়াল। এদিন সকাল ১০টায় থানায় হাজির হওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তিনি হাজিরা এড়িয়ে যান৷
তবে আশিসের বাবা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র জানিয়েছেন, অসুস্থতার জন্য ছেলে আজ হাজিরা দিতে পারেননি৷ আগামিকাল অর্থাৎ শনিবার তিনি থানায় গিয়ে তদন্তকারীদের সব প্রশ্নের উত্তর দেবেন৷ ‘আমার ছেলে নির্দোষ৷ তাই জেরা এড়িয়ে যাওয়ার প্রশ্নই নেই৷’
অন্যদিকে আজ লখিমপুর-কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। মামলা শোনেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি এনভি রামানা। তখনই যে ভাবে এমন একটি ঘটনার তদন্ত চলেছে, তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি৷ আদালত স্পষ্ট জানায়, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর ৷ রাজ্য সরকার এই ঘটনায় সিবিআই তদন্ত চেয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলে প্রধান বিচারপতির উপলব্ধি, ‘আমরা দেশের সাধারণ মানুষের কাছে কী বার্তা দিচ্ছি৷’
আরও পড়ুন: মহারাষ্ট্রে প্রাণ সংশয়ের মুখে তিনি, দাবি আরিয়ান কাণ্ডে অভিযুক্ত বিজেপি নেতার
মামলার পরবর্তী শুনানি ২০ অক্টোবর৷ সেই প্রসঙ্গ তুলে রাজ্য পুলিশের ডিজির প্রতি প্রধান বিচারপতির বার্তা, তদন্তের স্বার্থে সব তথ্য-প্রমাণ সংরক্ষিত রাখার ব্যবস্থা করুন৷ কেন অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সেই প্রশ্ন তুলে, যোগী পুলিশকে শীর্ষ আদালতের প্রশ্ন, অন্যান্য খুনের তদন্তের ক্ষেত্রেও কী অভিযুক্তকে এত সময় দেওয়া হয়?