ঢাকা: বাংলাদেশের (Bangladesh) সিলেটে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। বুধবার
ভোরে সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই খবর জানিয়েছেন, সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা। আবুল কাশেম নামে এক রাজমিস্ত্রি বলেন, নিহত ব্যক্তিরা সবাই নির্মাণশ্রমিক। ওসি শামসুদ্দোজা বলেন, একটি ট্রাক ও একটি পিকআপ ভ্যানের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে। আহত হয়েছেন আরও ১০ জন। তাঁদের সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সিলেট ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান জানান, মালবাহী ট্রাকটি সিলেটের দিকে আসছিল। শ্রমিকদের বহনকারী পিকআপ ভ্যানটি যাচ্ছিল বিপরীত দিকে। মুখোমুখি সংঘর্ষে দুই বাহনই দুমড়ে মুচড়ে যায়। নিহতদের মধ্যে ৯ জনের পরিচয় জানা গিয়েছে। গুরুতর আহত ৬ জনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, কীভাবে দুর্ঘটনা ঘটল, সে বিষয়ে তদন্ত চলছে। এদিকে, দুর্ঘটনার পর বন্ধ হয়ে যায় ঢাকা-সিলেট মহাসড়ক। ফলে দুর্ঘটনাস্থলের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সকাল ৮টার দিকে পুলিশ যানচলাচল স্বাভাবিক করে।
আরও পড়ুন: Kuntal Ghosh | Abhishek Banerjee | কুন্তল-চিঠির রিপোর্ট প্রস্তুত সিবিআইয়ের
বুধবার ভোরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হওয়া ১৪ জনের একজন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার মুরাদপুরের দুলাল মিঞা। প্রায় তিন মাস আগে সুনামগঞ্জের ছাতকে দুটি নৌকার সংঘর্ষে প্রাণ হারান তাঁর বড় ভাই হেলাল আহমেদ। সিলেট এম এ জে ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে দাঁড়িয়ে এ কথা জানান মৃতের আত্মীয় মহম্মদ শাহিন। শাহিন বলেন, দুলালের বড় ভাই হেলাল প্রায় তিন মাস আগে দুর্ঘটনায় মারা যান। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে যান। মাস খানেক আগে পরিবারের লোকজন হেলালের স্ত্রী শারমিন বেগমকে বিয়ে দেন দুলালের সঙ্গে। ভোরে সিলেটের আম্বরখানা থেকে ঢালাইয়ের কাজ করতে একটি পিকআপ ভ্যানে করে দুলাল সহ অন্তত ৩০ জন নির্মাণ শ্রমিক ওসমানিনগর উপজেলার গোয়ালাবাজারে যাচ্ছিলেন। পথে দক্ষিণ সুরমার নাজিরবাজারে ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।