এলাহাবাদ: উত্তরপ্রদেশের ফারুখাবাদে (Farrukhabad) ৪ বছরের শিশুকে (Child) ধর্ষণ করে খুনের (Death) অভিযোগ উঠল । বাড়ির পাশের মাঠে লাশ পাওয়া গিয়েছে। ঘটনায় দুজন গ্রেফতার (Arrest)। ঘটনায় পুলিশ এক কিশোর সহ দুজনকে গ্রেফতার করেছে। নৃশংস লালসার শিকার চার বছর বয়সী শিশুকন্যা। শিশুটি তার বাড়ির বাইরে খেলছিল এবং নিখোঁজ হয়েছিল। পরে তাকে পাশের মাঠে পাওয়া যায়। পরে এসে দেহ উদ্ধার করে।
পুলিশের কাছে দেওয়া এক বিবৃতিতে ভুক্তভোগীর বাবা জানান, তার মেয়ে বাইরে খেলতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। স্থানীয়দের সঙ্গে পরিবারের সদস্যরা মেয়েটিকে খোঁজাখুঁজি করে এবং পরে পাশের একটি মাঠে কুকুরের মুখে একটি প্যাকেট দেখতে পায়। সন্দেহ হয় মেয়েটির শরীরে কামড় দিচ্ছে। তখনই তার খোঁজ পাওয়া যায়। শিশুটির পরিচয় তার পরিবারের সদস্যরা নিশ্চিত করেছে।
আরও পড়ুন: কেরলে বাড়ছে নিপা আতঙ্ক, আক্রান্ত ৫
ঘটনার বিষয়ে মন্তব্য করে একজন পুলিশ কর্মকর্তা বলেন, মামলার ফরেনসিক তদন্ত শেষ হওয়ার পর ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে। এদিকে এক যুবকের উপর সন্দেহ প্রকাশ করে এবং তাকে এই কাজের জন্য দায়ী করেছে পরিবার। পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত তার অপরাধ স্বীকার করে। অভিযুক্ত বলেছে, তিনি মেয়েটিকে একটি খামারে ঘুরে বেড়াতে দেখেছে। সেখান থেকে তিনি একজন নাবালক সহযোগীর সঙ্গে তাকে অন্য মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে তারা তাকে হত্যা করে এবং তার লাশ মাঠে ফেলে দেয়। অভিযুক্ত পুলিশকে এমনই বর্ণনা জানিয়েছে।