কলকাতা: টার্গেট রেকর্ডের৷ টার্গেট তাক লাগিয়ে দেওয়ার মত সংখ্যা৷ প্রধানমন্ত্রীর ৭১ তম জন্মদিন থেকে কোটি কোটি পোস্টকার্ড পাঠাবেন তাঁর ভক্তরা৷ শুভেচ্ছা আর ধন্যবাদ লেখা কার্ড পৌঁছবে খোদ নরেন্দ্র মোদির ঠিকানায়৷ কেন্দ্রের ডাকবিভাগ মন্ত্রক এ নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করে৷ সেই নির্দেশ মত কাজ না হওয়ার ‘অপরাধে’ সরকারি শাস্তির মুখে পড়তে হল এ রাজ্যের চার পোস্টমাস্টারকে৷ পার্ক স্টিট, আলিপুর, কল্যাণী ও রানাঘাট৷ এই চার পোস্টমাস্টারকে সাসপেন্ডের চিঠিতে সোমবার সই করে দিয়েছেন জিপিও-এর পোস্ট মাস্টার জেনারেল৷ শুধু তাই নয়, সোশাল মিডিয়ায় বিভাগীয় নির্দেশের সমালোচনা করায় বদলি হতে হল বীরভূম ডিভিশনের হেড পোস্ট অফিস সুপার মৃগাঙ্ক মাইতিকে৷ তাঁকে পার্ক স্ট্রিট ডাকঘরে কাজে যোগ দিতে বলা হয়েছে৷
গত ১৭ সেপ্টেম্বর বিভাগীয় একটি নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় ডাক ভবন৷ সেখানে বলা হয়, আগামী ২রা অক্টোবর পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উদযাপন করতে একটি বিশেষ প্রচার চালানোর সিদ্ধান্ত হয়েছে৷ দেশজুড়ে ৩ কোটি মানুষ প্রধানমন্ত্রীকে জন্মদিনের অভিনন্দন জানিয়ে একটি পোস্টকার্ড পাঠাবেন৷ ডাকবিভাগের ফিলাটেলি শাখা হায়দরাবাদের একটি ছাপাখানায় সেই তিন কোটি পোস্টকার্ড ছাপানোর বিষয়টি তদারকি করছে৷ ডাকঘরগুলি থেকে চাহিদা বুঝে নিয়ে সমস্ত সার্কেলগুলি যেন অবিলম্বে তাদের প্রয়োজনীয় পোস্টকার্ডের সংখ্যা জানিয়ে দেয়৷ প্রতিটি প্রধান ডাকঘর যেন তাদের চাহিদা অনুযায়ী পোস্টকার্ড পেতে আলাদা একটি ব্যবস্থা রাখে৷
আরও পড়ুন-চতুর্থ স্তম্ভ: মোদিজির আমেরিকা ভ্রমণ
প্রধানমন্ত্রীর ঠিকানায় যে পোস্টকার্ড পাঠানো হবে, তা যেন আলাদাভাবে ডাকব্যাগে পাঠানোর ব্যবস্থা রাখা হয়৷ সম্পূর্ণ বিষয়টি তদারকি করবে ডাক ভবন৷ এই নির্দেশিকা পালনে ব্যর্থ হয় এ রাজ্যের চারটি হেড পোস্ট অফিস৷ ২৫ হাজার পোস্টকার্ড পাঠানোর যে লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছিল ডাক ভবনের তরফে, তা পূরণ করতে পারেনি এই চারটি প্রধান ডাকঘর৷ ২৭ সেপ্টেম্বর কলকাতা সার্কেলের পোস্ট মাস্টার জেনারেল নীরজ কুমার একটি নির্দেশিকা প্রকাশ করে জানিয়ে দেন, কর্তব্যে গাফিলতির কারণে পার্ক স্ট্রিট, আলিপুর, কল্যাণী ও রাণাঘাটের হেড পোস্ট মাস্টারের দায়িত্ব থেকে চারজনকেই সাময়িক বরখাস্ত করা হল৷ সোশ্যাল মিডিয়ায় বিভাগীয় নির্দেশিকার সমালোচনা করার জন্য বদলি করা হল বীরভূম ডিভিশনের হেড পোস্টমাস্টারকে৷