ইসলামাবাদ: প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) গ্রেফতারের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভে পিটিআইয়ের সমর্থকরা। বিশ্বকাপ জয়ী প্রাক্তন পাক অধিনায়ক ইমরান খানের গ্রেফতারির পর সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে। ক্ষোভে ফুঁসছে সেদেশের ক্রিকেটাররা। ইমরানকে একপ্রকার টেনে হিঁচড়ে গাড়িতে তোলা হয়। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের অধিনায়কের সঙ্গে এই ব্যবহারে প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটাররা কড়া সমালোচনা (Pakistani Cricketers Harshly Criticized) করলেন। সেই তালিকায় আছেন শোয়েব আখতার, ওয়াসিম আক্রম, ইউনিস খানের মত তারকা ক্রিকেটাররা। একটি মামলায় হাজিরা দিতে ইসলামাবাদ হাইকোর্টে গিয়েছিলেন ইমরান খান। আদালতে বায়োমেট্রিকের সময় পাকিস্তানি রেঞ্জার্সরা দুর্নীতির মামলায় গ্রেফতার করে ইমরান খানকে।
ইমরান খানের গ্রেফতারের প্রতিবাদে টুইট করে ঘটনার প্রতিবাদ জানিয়েছেন পাক ক্রিকেটার শোয়েব আখতার (Shoaib Akhtar)। তিনি বলেছেন, ‘ইমরান খানকে এভাবে নিয়ে যাওয়া হচ্ছে! একটি হৃদয় বিদারক দৃশ্য। দেশের হিরোর সঙ্গে এটা দেখতে ভালো লাগছে না।দেশের জন্য ওর ত্যাগ দেখে ওকে ছাড় দেওয়া উচিত ছিল। আমরা কোনদিকে যাচ্ছি? আমাদের দেশের হিরোকে সম্মান দাও।’
It’s a heart wrenching visual to see our national hero , @ImranKhanPTI being manhandled this way, considering he’s injured and has countless services for Pakistan, Where are we heading towards? Show some respect to our national hero’s plz??? pic.twitter.com/UFd08TVOcp
— Shoaib Akhtar (@shoaib100mph) May 10, 2023
ঘটনার নিন্দা জানিয়ে ওয়াসিম আক্রম (Wasim Akram) লিখেছেন, ‘অধিনায়ক তোমার সঙ্গে আছি। তোমাকে আরও শক্তি দিক। শক্তিশালী অধিনায়ক থাকুন’
You are one man, but you have the strength of millions.
Stay strong skipper . #BehindYouSkipper— Wasim Akram (@wasimakramlive) May 9, 2023
ওয়াকার ইউনিস (Walker Eunice) লেখেন, ‘আমাদের নেতাকে নিরাপত্তা দিতে হবে। তোমার সঙ্গে আছি অধিনায়ক। অন্যায় শেষে স্বাধীনতার জন্ম হয়।’
Right behind you Skipper♥️.
Injustice at the end produces independence.More Power to you @ImranKhanPTI Lets protect our Leader & freedom #PakistanZindabad. pic.twitter.com/69gQYjqshB— Waqar Younis (@waqyounis99) May 9, 2023
মহম্মদ হাফিজ (Mohammad Hafeez) ঘটনায় টুইটে লেখেন, এই ঘটনা বেদনাদায়ক। তোমাকে আরও শক্তি দিক।
Painful & condemnable act @ImranKhanPTI #ImranKhanArrest https://t.co/Hv0ILjVVej
— Mohammad Hafeez (@MHafeez22) May 9, 2023
ইমরান খানকে তোষাখানার ঘটনায় গ্রেফতার করা হয়েছে। তাঁর উপরে ১০০-টিরও বেশি মামলা রয়েছে। ১০ মে আদালতে তোলা হয় পিটিআই নেতাকে। ইমরানকে যেভাবে গ্রেফতার করা হয়েছে তাঁর নিন্দা করেছেন বিচারপতিও।পাশাপাশি গদেশের বর্তমান সরকারের সমালোচনাও করেন বিচারপতি। আদালত থেকে গ্রেফতার করায় আদালতের অবমাননা হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে বুধবার সেদেশের আদালত ৮ দিনের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। পাকিস্তানের অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর হেফাজতে থাকবেন ইমরান।