কলকাতা: চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে ভয় ধরাছে ফুসফুসে গুরুতর সংক্রমণ।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee) আপাতত ‘নন-ইনভেসিভ ভেন্টিলেশনে’ রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, নিউমোনিয়ায় (Pneumonia) আক্রান্ত বুদ্ধদেব। স্থিতিশীল হলেও এখনই তাঁকে বিপন্মুক্ত বলছেন না চিকিৎসকরা। ঘণ্টায় ঘণ্টায় তাঁর শারীরিক অবস্থা বদলাচ্ছে। বুদ্ধবাবুর আচ্ছন্নতা নিয়ে উদ্বেগে চিকিৎসকরা।
হাসপাতাল সূত্রের খবর, ফুসফুসের দু’দিকেই রয়েছে সংক্রমণ। অক্সিজেনের মাত্রা স্থিতিশীল করে কার্বন ডাই অক্সাইডের মাত্রা কমানো এখন লক্ষ্য। বুদ্ধদেব ভট্টাচার্যের বাঁদিকের ফুসফুসে সংক্রমণ বেশি। সংক্রমণ রয়েছে ডানদিকের ফুসফুসেও। শ্বাসনালীতেও সংক্রমণ রয়েছে। কী ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণ জানতে রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফুসফুসে সংক্রমণের মাত্রা কমাতে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হচ্ছে। এটাই বুদ্ধবাবুর চিকিৎসায় এখন অগ্রাধিকার পাবে।ফুসফুসের একাংশে সংক্রমণ থাকলেও শরীরের অন্যান্য অঙ্গ সক্রিয় বুদ্ধদেব ভট্টাচার্যের। তবে এখনও বাইপ্যাপের সাহায্যে শ্বাসপ্রশ্বাস নিচ্ছেন তিনি।প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসক কৌশিক চক্রবর্তী, সৌতিক পাণ্ডার নেতৃত্বে ৯ সদস্যর মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।
আরও পড়ুন: Buddhadeb Bhattacharjee | বুদ্ধদেবের চিকিৎসায় গঠন করা হল পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড
দীর্ঘ দিনের সিওপিডি-র রোগী বুদ্ধদেব শনিবার গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, দুপুরের খাবার খাওয়ার পরেই শ্বাসকষ্টের সমস্যা বৃদ্ধি পায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর। তার পর তড়িঘড়ি পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে তাঁকে আলিপুরের ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।