কলকাতা: শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee)। কিন্তু কমেছে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা। তার ফলে বুদ্ধবাবুকে দেওয়া হল রক্ত। মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতাল সূত্রে এমনটাই জানা গিয়েছে। শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে প্রত্যেকদিন। আপাতত নন ইনভেসিভ ভেন্টিলেশনে (Non Invasive Ventilation) বাইপ্যাপ সাপোর্টে রয়েছেন তিনি। তবে মাঝে মধ্যেই বাইপ্যাপ খুলে তাঁকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে বলে খবর হাসপাতাল সূত্রে।
হাসপাতাল সূত্রে খবর, বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharya) রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম। সে কারণেই এদিন বিকালে তাঁকে এক ইউনিট রক্ত দেওয়া হয়েছে। শ্বাস-প্রশ্বাসের সমস্যা থাকায় হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিক রাখাটা জরুরি বলে মত চিকিৎসকদের। রক্ত দিয়ে হিমোগ্লোবিন বাড়ানোর চেষ্টা করছেন চিকিৎসকেরা। প্রাক্তন মুখ্যমন্ত্রীর হিমোগ্লোবিনের মাত্রা ৮.৬। তাই রক্ত দিয়ে ১০ এর উপরে হিমোগ্লোবিনের মাত্রা তুলতেই দেওয়া হয়েছে রক্ত। এখন তাঁর রক্তচাপ রয়েছে ১৫০/৭০ আশেপাশে। চিকিৎসকেরা বলছেন, হিমোগ্লোবিন বাড়লে নিয়ন্ত্রণে আসবে রক্তচাপ। অক্সিজেন দেওয়ার মাত্রাও কমবে। কমানো যাবে বাইপ্যাপের ব্যবহারও।
আরও পড়ুন: ‘ফাইনাল’ ম্যাচেও কি এক্সপেরিমেন্ট, নাকি খেলবেন রোহিত-বিরাট?
চিকিৎসকরা জানাচ্ছেন, গতকালের চেয়ে আজ তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। স্বাভাবিকভবে কথাবার্তাও বলছেন বুদ্ধবাবু। রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছিল। সেই রক্ত পরীক্ষার রিপোর্টও স্বাভাবিক এসেছে। শ্বাসকষ্ট অনেকটাই কম রয়েছে। এর পাশাপাশি কাশিও খানিকটা কমেছে এবং জ্বর আসেনি। চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত তাঁর ক্রিয়েটিনিন আগের থেকে নিয়ন্ত্রণে রয়েছে। যদিও আপাতত পাঁচ দিনের অ্যান্টিবায়োটিকের ডোজ চলবে। সোমবার রাতে রাইলস টিউব দিয়ে খাওয়ানো হয়েছে তাঁকে। মঙ্গলবার সকালে তিনি ডাক্তারদের বলেছেন, আমাকে ছেড়ে দিন, বাড়ি যাব। পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ার পর থেকেই ওই নল নিয়ে আপত্তি জানিয়েছিলেন বুদ্ধদেব। এখন তিনি কথাও বলতে পারছেন।