অন্ধ্র প্রদেশে: স্কিল ডেভলপমেন্ট দুর্নীতি মামলায় (Skill Development Scam) গ্রেফতার অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু (Chandrababu Naidu)। শনিবার সকালে নান্দিয়াল পুলিশ তাঁকে গ্রেফতার করেছে বলে সূত্রের খবর। পূর্ব গোদাবরী জেলায় তাঁর ছেলে নারা লোকেশকেও আটক করেছে অন্ধ্র পুলিশ (Andhra Pradesh Police)। ২০২১ সালে এই দুর্নীতির মামলায় চন্দ্রবাবুর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিলনসন।
সূত্রের খবর, দলীয় একটি কর্মসূচির জন্য নান্দিয়ালে ছিলেন তিনি। কর্মসূচিতে ভাষণ দেওয়ার পর একটি ভ্যানিটি ভ্যানে বিশ্রাম নিচ্ছিলেন চন্দ্রবাবু। সেই সময় এদিন ভোররাতে হানা দেয় সিআইডি এবং অন্ধ্র পুলিশ। সকাল ৬টা নাগাদ চন্দ্রবাবুকেকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন: অনুব্রতের তিহার যাত্রা নিয়ে নতুন জল্পনা উস্কে দিলেন বিজেপি নেতা অনুপম হাজরা
তেলুগু দেশম পার্টির মুথখপাত্র জানিয়েছেন, গ্রেফতারির সময় পুলিশকে যথেষ্ট সহযোগিতা করেছিলেন নায়ডু। গ্রেফচারির সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল দলীয় প্রচুর কর্মীসমর্থক। গ্রেফতারির পর চন্দ্রবাবুকে মেডিক্যাল পরীক্ষার জন্য নান্দিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই বিজয়ওয়াড়া জেলে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। আজই তাঁকে আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে খবর।