নয়াদিল্লি: ২০২৪-কে সামনে রেখে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করার ডাক সোনিয়া গান্ধীর৷ আজ নরেন্দ্র মোদির বিরোধী ১৯ দলের জোটের নেতাদের নিয়ে বৈঠকে বসেন কংগ্রেস সভানেত্রী৷ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও বৈঠকে ছিলেন তেজস্বী যাদব, সীতারাম ইয়েচুরি, হেমন্ত সোরেন, শরদ যাদব, উদ্ধব ঠাকরে, মনমোহন সিং-সহ একাধিক নেতৃবৃন্দ।
বৈঠকে সোনিয়া গান্ধী বলেন, “ সব রকম বাধ্যবাধকতা ভুলে আমাদের ২০২৪ –এর লক্ষ্যে এগিয়ে যেতে হবে৷ সব রকম ব্যক্তি স্বার্থের উপরে উঠে আমাদের কাজ করতে হবে৷ দেশের মানুষকে এমন এক সরকার উপহার দিতে হবে, যা সংবিধানকে সম্মান এবং মর্যাদা দেবে৷” এদিনের বৈঠকে তিনি জানান, ‘দেশে ভ্যাকসিনের আকাল নিয়ে কোনও উত্তর দিচ্ছেন না প্রধানমন্ত্রী। পেগাসাসের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মুখে কুলুপ মোদিজির। বিজেপিকে আনা কতো বড়ো ভুল হয়েছে তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন সাধারণ মানুষ। তাই সাধারণ মানুষকে সুবিধা পাইয়ে দিতে আমাদের একসঙ্গে লড়তে হবে।’
আরও পড়ুন: বিজেপি দ্বন্দ্ব প্রকাশ্যে, ভোটে ভরাডুবির জন্য মেননকে দায়ী রাজ্য বিজেপি নেতার
ইন্ডিয়া টুডের সমীক্ষায় দেখা গেছে, প্রধানমন্ত্রী হিসেবে ক্রমশ জনপ্রিয়তা কমছে মোদির। দেশের মানুষরা চাইছেন না নরেন্দ্র মোদিকে। বিভিন্ন ইস্যুতে বিরোধীরাও একজোট হচ্ছে। ক্রমশ স্পষ্ট হচ্ছে বিরোধী ঐক্য। পশ্চিমবঙ্গে বিজেপিকে হারিয়ে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। তারপর থেকেই এই মোদি বিরোধী হাওয়া আরও জোরদার হয়েছে। জোট গঠনের সম্ভাবনাও দেখা গেছে। সেই সম্ভাবনাকে আরও বাড়িয়ে দিয়ে এদিন ভার্চুয়াল বৈঠক করে বিজেপি বিরোধী সব দল।
আরও পড়ুন: সোনিয়ার ডাকা মোদি বিরোধী জোটের বৈঠকে নজরে মমতা