কলকাতা: এক নির্দেশেই জৌলুস হারাল লেক টাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের (ShreeBhumi Sporting Club) পুজো৷ নির্দেশ দিয়েছে, দমদম বিমানবন্দর (Airport) কর্তৃক্ষ৷ তাই, কলকাতার অন্যতম আকর্ষণীয় পুজোর থিম ‘বুর্জ খালিফা’ (Burj Khalifa) জৌলুস হারিয়েছে৷ সূত্রের খবর, তিনটি বিমান সংস্থার পাইলটরা এটিসিতে অভিযোগ করেন৷ সেই অভিযোগ কলকাতার দমদম বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে এসে পৌঁছয়৷
করোনা আবহেও বিধিনিষেধের তোয়াক্কা না করে পুজোতে ভিআইপি রোড-মুখী হচ্ছিল সকলে। সেখানে মণ্ডপ ‘বুর্জ খালিফা’-র আদলে তৈরি হয়েছে। পুজোর থিমে দুবাইয়ের সর্বোচ্চ বাড়ির শিরোপা পাওয়া ভবন কলকাতা বিমানবন্দরের কাছে তৈরি হয়েছে৷ সঙ্গে দু মিনিটের লেজার লাইটের শো৷ আর তাতেই আপত্তি৷ লেজার শো আর আরবীয় গানের ছন্দে উপভোগ করতে কাতারে কাতারে মানুষ করছে৷ কিন্তু, সেই লেজার আলো নিয়েই আপত্তি৷ অভিযোগ,শ্রীভূমির বুর্জ খালিফার লেজার শোয়ের জন্য বিমান চলাচলে সমস্যায় পড়তে হয়েছে৷ তা বন্ধ হলে বিমান চলাচলে অসুবিধা হবে না৷
মঙ্গলবার রাতে বুর্জ খালিফা দেখতে হাজার হাজার মানুষের ভিড়৷ নিজস্ব চিত্র৷
আরও পড়ুন-অনিয়ন্ত্রিত ভিড়ে বেলাগাম করোনা, সংক্রমণে শীর্ষে কলকাতা
মঙ্গলবার রাতে বুর্জ খালিফা দেখতে হাজার হাজার মানুষের ভিড়ে যানজট৷ নিজস্ব চিত্র৷
যদিও এই পুজোর প্রধান উদ্যোক্তা রাজ্যের দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী সুজিত বসু অন্য কথা বলেন৷ তাঁর দাবি, দর্শনার্থীদের অত্যাধিক ভিড়ের চাপ। তার মধ্যে সেলফি তোলার হিড়িক। মানুষের নিরাপত্তার কারণে বুর্জ খলিফার লেজার শো বন্ধ করা হল। কিন্তু, লেজার লাইটের কারণে বিমান চলাচলে সমস্যা হচ্ছে অভিযোগ করেছেন পাইলটরা?- এ প্রশ্নের কোনও উত্তর দেননি সুজিত বসু৷ একই ভাবে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফেও কিছু বলা হয়নি।
শ্রীভূমির প্যান্ডেলের বাইরে লাইন৷ নিজস্ব চিত্র৷
আরও পড়ুন-কলকাতার ‘প্রথম বারোয়ারি’ সিমলা আজও স্বমহিমায়
সাধারণত বিমানবন্দরের নির্দিষ্ট রেডিয়াসের মধ্যে লেজার আলোর্য ব্যবহার কিংবা ফানুস ওড়ানোয় নিষেধাজ্ঞা রয়েছে৷ কারণ, এই দুইয়ের জেরে বিমান পরিষেবায় ব্যাঘাত ঘটে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, বুর্জ খলিফার লেজার আলো নিয়ে পাইলটরা অভিযোগ করেন৷ সেই অভিযোগ দমদম বিমান কর্তৃপক্ষের কাছে পৌঁছয়৷ তারপরই সোমবার পঞ্চমী থেকে শ্রীভূমির বুর্জ খালিফার লেজার শোয় বন্ধ রাখা হয়েছে৷