প্যারিস: ফ্রান্সে (France) ছুরি দিয়ে গণ হত্যার চেষ্টা। একের পর এক জনকে ছুরি দিয়ে আঘাত। ফ্রান্সের অ্যান্নেসিতে পাঁচ জনকে ছুরি দিয়ে আঘাত করে অবশেষে পুলিশের জালে অভিযুক্ত। ফ্রেঞ্চ আল্পসের (French Alps) একটি শহরে বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, অভিযুক্ত সিরিয়ার (Syria) বাসিন্দা। তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
অভিযুক্ত চার শিশু সহ পাঁচ জনকে ফ্রান্সের একটি পার্কে (Park) ছুরি দিয়ে আঘাত করেছে। ঘটনায় কয়েকজন গুরুতর জখম হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ (French President Emmanuel Macron) এই ঘটনাকে কাপুরুষোচিত বলে বর্ণনা করেছে। তিনি টুইটারে লিখেছেন, চার শিশু ও একজন জীবন মৃত্যুর মাঝখানে রয়েছে। দেশ শোকস্তব্ধ।
আরও পড়ুন: Anurarag Kashyap | Aaliyah Kashyap | কম বয়সে বাগদান: নেটিজেনদের কটাক্ষের জবাব দিলেন অনুরাগের কন্যা
ফ্রান্সের অভ্যন্তরীণ মন্ত্রী জেরাল্ড ডারমানিন (French Interior Minister Gerald Darmanin) টুইটারে বলেছেন, আক্রমণকারীকে গ্রেফতার করা হয়েছে। দুজন শিশু ও একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। দুজন শিশু অল্প আহত হয়েছে। ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলি স্পিকার ইয়েল ব্রাউন পিভেট (French national assembly speaker Yael Braun-Pivet) টুইটারে বলেছেন, শিশুদের আক্রমণ করার চেয়ে জঘন্য কাজ আর কিছু হয় না। ফ্রান্সের সংসদে এক মিনিটের নীরবতা পালন করা হবে।