নয়াদিল্লি: দেখতে দেখতেই বছর ঘুরে যায়। ঠিক যেন রাশিয়া-ইউক্রেন (Ukraine-Russia War) যুদ্ধের মতোই। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া এ সংঘাত শুক্রবার রীতিমতো ৫০০ দিন অতিক্রম করল। তবু শেষ হওয়ার লক্ষণ নেই। রাষ্ট্রসংঘ ইউক্রেনের উপর রাশিয়ার হামলার কড়া সমালোচনা করল। রাষ্ট্রসংঘ একটা মর্মান্তিক তথ্যও পেশ করেছে। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে এখনও পর্যন্ত ৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫০০টি শিশুও রয়েছে। তবে এই সবই কিন্তু খাতায়-কলমের হিসেব।
রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পর্যবেক্ষণকারী অভিযানের তরফে জানানো হয়েছে, আসল নিহতের সংখ্যাটা আরও বেশি। সংগঠনটির উপ-প্রধান নোয়েল ক্যালহন জানিয়েছেন, আজ আরও একটা দুঃখের মাইলস্টোন পেরোচ্ছি আমরা। একটি দুঃখের পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। ইউক্রেনের উপর রাশিয়ার হামলায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৯ হাজার মানুষ। যার মধ্যে শিশুর সংখ্যাই ৫০০। এছাড়াও তিনি আরও বলেন, সাধারণ মানুষের প্রাণহানির সংখ্যা আরও বাড়বে। কারণ, যুদ্ধ তো এখনও চলছে। এই ভয়াবহ যন্ধের শেষ এখনও দেখা যাচ্ছে না।
আরও পড়ুন: Ashes Series | হেডিংলিতে অ্যাডভান্টেজ ইংল্যান্ড, ম্যাচ শেষ হয়ে যেতে পারে রবিবারেই
এছাড়া জাতিসংঘ জানায়, বৃহস্পতিবার ভোরে ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভ থেকে অনেক দূরে একটি ক্ষেপণাস্ত্র হামলায় ১০জন নিহত এবং আরো ৩৭ জন আহত হয়েছিল। আক্রমণ শুরুর পর থেকে বেসামরিক জনগনের ওপর এটিই সবচেয়ে বড় হামলা বলে অভিহিত করেছেন ওই অঞ্চলের মেয়র। ওই আক্রমণে একটি ঐতিহাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছিল।
স্নেক আইল্যান্ড থেকে জেলেনস্কি দেশবাসীর উদ্দেশে বলেছে, এই যুদ্ধের সমস্ত সৈনিককে ধন্যবাদ লড়াই চালিয়ে যাওয়ার জন্য।