ব্রাসিলিয়া: ফিটনেসের (Fitness) বিষয়ে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে জনপ্রিয় ব্রাজিলের ল্যারিসা বোর্জেস (Larissa Borges) মাত্র ৩৩ বছর বয়সে প্রয়াত হলেন। দুবার হার্ট অ্যাটাকে (Heart Attack) তাঁর মৃত্যু হয়েছে। ফিটনেসের জন্য তিনি বহুল পরিচিত ছিলেন। সমাজ মাধ্যমে (Social Media) তাঁর জনপ্রিয়তা রয়েছে। তাঁর পরিবারের পক্ষ থেকে ইনস্টাগ্রামে (Instagram) তাঁর মৃত্যু (Death) সংবাদ জানানো হয়েছে।
শোকবার্তায় জানানো হয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে আমাদের প্রিয় ল্যারিসা বোর্জেস রবিবার হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়। এক সপ্তাহ কোমায় ছিলেন তিনি। এরপর অগাস্ট মাসের ২৮ তারিখ ফের একটি হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। এরপর তিনি আর রক্ষে পাননি। তাঁকে বাঁচানো যায়নি। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, বোর্জেসের অসময়ের মৃত্যু যন্ত্রণার। আমাদের হৃদয় ভেঙে গিয়েছে। যন্ত্রণার কথা ভাষায় বর্ণনা করতে পারব না। বোর্জেস ভালোবাসা, আনন্দ, সংকল্পের জন্য তিনি পরিচিত ছিলেন। পরিবার লিখেছে, তাঁর চারিপাশে যাঁরা ছিলেন তাঁদের মুখে হাসি নিয়ে আসতেন তিনি। এমনই তার ব্যক্তিত্ব ছিল। প্রচুর এনার্জি ছিল। প্রাণবন্ত ছিল। বোর্জেস তাঁর কঠোর পরিশ্রম করার মানসিকতার জন্য পরিচিত ছিল। জীবনের জন্য নিরলসভাবে যুদ্ধ করে গিয়েছেন। তাঁর জীবনে কোনও অভিযোগ ছিল না। শুধুই লড়াই করে গিয়েছেন। পরিবার লিখেছেন, তাঁর আত্মার শান্তি কামনা করি। স্নেহের সঙ্গে তাঁর পরিচয় সবার মনে গাঁথা থাক। কীভাবে তার শেষ কৃত্য করা হবে তা জানানো হবে শীঘ্রই। ইনস্টাগ্রাম পোস্টে ক্যাপশন লেখা হয়েছে, আমাদের আদরের কন্যা। ভগবানের কাছে ভালো থাকো।
আরও পড়ুন: যৌথ উদ্যোগে ভারতেই তৈরি হবে যুদ্ধবিমানের ইঞ্জিন, প্রস্তাব পাশ মার্কিন কংগ্রেসে
বোর্জেসের মৃত্যুর ঘটনায় গ্রামাদোর পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর তদন্তের অগ্রগতি বোঝা যাবে। মনে করা হচ্ছে মৃত্যুর আগে অ্যালকোহল পান করেছিলেন বোর্জেস। ইনস্টাগ্রামে বোর্জেসের ৩০ হাজার ফলোয়ার রয়েছে। তাঁর জিম, দৈনন্দিন জীবন, ঘুরে বেড়ানো নিয়ে প্রায়শই পোস্ট করতেন তিনি। সম্প্রতি তিনি একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, আমি আগামীকালকে বিশ্বাস করতে পারি। মৃত্যু ঘোষণা করে বোর্জেসের পরিবার ২০২১ সালের একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে পরিবার লিখেছেন, ভাগবান তাঁকে যা দিয়েছে তিনি তা উপভোগ করেছেন।