Placeholder canvas
কলকাতা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ |
K:T:V Clock
‘এক দেশ, অভিন্ন নির্বাচন’ কমিটির প্রথম বৈঠক আজ কোবিন্দের বাড়িতে
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শুভেন্দু ঘোষ
  • প্রকাশের সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩, ০২:১৫:২৬ পিএম
  • / ৯৩ বার খবরটি পড়া হয়েছে
  • শুভেন্দু ঘোষ

নয়াদিল্লি: ‘এক দেশ, অভিন্ন নির্বাচন’— নিয়ে গঠিত কমিটি আজ, বুধবার প্রথম বৈঠকে বসবে। কমিটির চেয়ারম্যান প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের দিল্লিস্থিত বাসভবনে বৈঠক হবে। লোকসভা, বিধানসভা, পুরসভা ও পঞ্চায়েত ভোট একসঙ্গে করা নিয়ে সর্বস্তরের মতামত নেবে এই কমিটি। চেয়ারম্যান ছাড়া কমিটিতে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস নেতা অধীর চৌধুরী, প্রাক্তন সাংসদ গুলাম নবি আজাদ, প্রাক্তন অর্থ কমিশনের চেয়ারম্যান এনকে সিং, প্রবীণ আইনজীবী হরিশ সালভে, প্রাক্তন লোকসভার মহাসচিব সুভাষ সি কাশ্যপ এবং প্রাক্তন মুখ্য ভিজিল্যান্স কমিশনার সঞ্জয় কোঠারি। এ বিষয়ে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেছেন, আলোচ্যসূচি এমনভাবে তৈরি করা হয়েছে, যার নিষ্পত্তি আগেভাগেই ঠিক করে রাখা হয়েছে। সূত্রের খবর, অধীর ওই বৈঠকে নাও থাকতে পারেন।

প্রসঙ্গত, সংসদের বিশেষ অধিবেশন ডাকার পরদিনই, শুক্রবার কেন্দ্রীয় সরকার ‘এক দেশ, অভিন্ন নির্বাচন’ তত্ত্বকে আইনে পরিণত করতে কমিটি গঠন করে। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে। প্রসঙ্গত, সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে আগামী ১৮ সেপ্টেম্বর। চলবে ২২ তারিখ পর্যন্ত। সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি বৃহস্পতিবার এক্স বার্তায় একথা জানান। তারপর এদিনই এক দেশ, অভিন্ন নির্বাচন নিয়ে কমিটি গঠনের তৎপরতায় রাজনৈতিক মহলে আলোড়ন পড়ে গিয়েছে।

আরও পড়ুন: ভারতের প্রথম চালু হচ্ছে ইউপিআই-এটিএম, কীভাবে তুলবেন টাকা, জানুন

এই বিশেষ অধিবেশনে যে এই বিষয়টি নিয়েই বিল পেশ এবং পাশ করানোর চেষ্টা হতে পারে, তা মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, এই কমিটি কেবলমাত্র আইনের যৌক্তিকতা এবং যুগোপযোগিতা নিয়ে বিচার-বিশ্লেষণ করবে তাই নয়, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে ঐকমত্য পৌঁছানোর চেষ্টা করবে। যাতে এটা খুব সহজেই সংসদে পাশ হয়ে যেতে পারে।

প্রধানমন্ত্রীর আসনে বসার পর থেকেই নরেন্দ্র মোদি দেশে অভিন্ন নির্বাচনের পক্ষে জোরালো সওয়াল করে আসছেন। কারণ, মোদির দাবি, প্রায় প্রতিবছর কোথাও না কোথাও ভোট থাকার ফলে আদর্শ আচরণবিধি চালু হয়ে যাওয়ায় উন্নয়নকাজ ব্যাহত থমকে যায়। তিনি অসংখ্যবার এনিয়ে ঐকমত্য গঠনের কথা বলে আসছেন। তাছাড়াও রয়েছে বছর বছর ভোট করানোর বিপুল পরিমাণ খরচের বহর।

উল্লেখ্য, ইতিহাস বলে ১৯৬৭ সাল পর্যন্ত দেশে লোকসভা এবং বিধানসভাগুলির ভোট একসঙ্গেই হতো। কিন্তু, কিছু রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি হওয়ার পর থেকে এই ধারা কেটে যায়। ২০১৯ সালের লোকসভা ভোটের পর মোদি এ বিষয়ে আলোচনার জন্য একটি সর্বদলীয় বৈঠকও ডেকেছিলেন। কিন্তু, সেই বৈঠক অধিকাংশ রাজনৈতিক দল এড়িয়ে যায়। কমিটি গঠন ও বিল নিয়ে উদ্যোগের বিষয়ে সিপিআইয়ের সাধারণ সম্পাদক ডি রাজা বলেছেন, মোদি চাইছেন এক দেশ, একদলীয় শাসন ব্যবস্থা। আসলে ইন্ডিয়ার ছাতার তলায় বিরোধীদের একজোট হতে দেখে ভয় পেয়েছেন মোদি।

আচমকা পাঁচদিনের জন্য সংসদের বিশেষ অধিবেশন ডাকায় রাজনৈতিক জল্পনা তুঙ্গে ওঠে। যদিও বিশেষ অধিবেশন কী কারণে ডাকা হচ্ছে, সে বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। আগামী ৯ এবং ১০ সেপ্টেম্বর জি ২০ সম্মেলনের পরপরই বিশেষ অধিবেশন ডাকা নিয়ে জল্পনা তৈরি হচ্ছে। জোশি বলেছেন, অমৃতকালের আবহে ফলপ্রসূ আলোচনা এবং বিতর্ক গড়ে তোলার জন্য এই বিশেষ অধিবেশন ডাকা হচ্ছে। এক্স বার্তায় জোশি পুরনো সংসদ ভবনের সঙ্গে নতুন ভবনেরও ছবি পোস্ট করেছেন। প্রসঙ্গত, গত মাসেই সদ্য শেষ হয়েছে বিতর্কিত বাদল অধিবেশন। যা পুরনো বাড়িতেই হয়েছিল। বাদল অধিবেশনের পর সাধারণত নভেম্বরের শেষ সপ্তাহ নাগাদ শীত অধিবেশন বসে।

রাজনৈতিক মহলের ধারণা, বিশেষ অধিবেশন ডেকে ঢাক পিটিয়ে কাজ শুরু হবে নতুন সংসদ ভবনের। একাংশের মতে, জি ২০ বৈঠকের পরপরই বিশেষ অধিবেশন ডেকে আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের উজ্জ্বল অবস্থানকে দেশের কাছে তুলে চাইছে সরকারপক্ষ। অথবা পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের বছরে এবং আগামী বছর লোকসভা নির্বাচনের আগে বেশ কিছু উন্নয়ন-খয়রাতির ঘোষণা করতে পারে সরকারপক্ষ। অধিবেশনের পরেই ভোটের দামামা বাজিয়ে দেওয়া হবে বলেও অনেকের অনুমান।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২
১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯
২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬
২৭ ২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

2020 Delhi Riots : বিজেপি নেতা কপিল মিশ্রের বিরুদ্ধে ফের তদন্তের নির্দেশ
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
ঈদে রীনার সঙ্গে সেলফি কিরণের,এন্ট্রি নেই গৌরীর ! আমির কোথায়!
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
ঝুঁকিতে কলকাতা, ভূমিকম্পের তছনছ হতে পারে গোটা শহর!
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
টিকল না বিরোধীদের আপত্তি, বুধবারই সংসদে পেশ হবে ওয়াকফ বিল
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
গুজরাটে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১৮, বাড়তে পারে সংখ্যা
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
৮৯ বছর বয়সে ধর্মেন্দ্রর চোখে অস্ত্রোপচার সঙ্গে নেই নিজের কেউ !
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
আওরঙ্গজেবপুর হল শিবাজীনগর! ফের ১১ স্থানের নাম বদল বিজেপির
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
প্রয়াগরাজে বুলডোজ মামলা: সুপ্রিম ভর্ৎসনা, ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
দর্শক টানছে না ‘সিকন্দার’, ঈদের দিনে বুলেটপ্রুফ গ্লাসের ওপারে ভাইজান!
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
বিমসটেক বৈঠকে যোগ দিতে এবার ব্যাংকক যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৃহস্পতিবার রওনা
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
নদীতে হাঁটু সমান জল, হাত দিলে উঠে আসছে কার্তুজ
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
“কথা না শুনলে শাস্তি পাবে,” রাশিয়াকে কেন একথা বললেন ট্রাম্প?
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
ঘিবলি আর্টে মজলেন অমিতাভ
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
পাথরপ্রতিমা বিস্ফোরণ নিয়ে এবার কী বললেন দিলীপ ঘোষ?
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
মা-মেয়েকে নিয়ে গল্প বলবে ‘পুরাতন’? প্রকাশ্যে ট্রেলার
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team