কলকাতা: কলকাতার মেয়র (Mayor of Kolkata) তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) জামাই (Son in law) ইয়াসির হায়দার কংগ্রেসে যোগ দিলেন। শনিবার কলকাতার বিধান ভবনে প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি অধীর চৌধুরীর (Adhir Chowdhury) উপস্থিতিতে হায়দার সহ আরও বেশ কয়েকজন তৃণমূল (TMC) ছেড়ে কংগ্রেসের পতাকা ধরলেন। অধীর তাঁদের স্বাগত জানিয়ে বলেন, তৃণমূল আরও ভাঙবে। হায়দার বলেন, তৃণমূলে থেকে মানুষের জন্য কাজ করতে পারছিলাম না। তৃণমূলে নিজেকে মানিয়ে নিতেও পারছিলাম না। মানুষের স্বার্থে কাজ করার জন্যই কংগ্রেসে শামিল হলাম।
ফিরহাদ অবশ্য তাঁর জামাইকে পরজীবী বলে উল্লেখ করেছেন। হায়দারের দলবদলকে ফিরহাদ গুরুত্ব দিতে রাজি নন। তিনি বলেন, আমার মনে হয় এবার কংগ্রেস দলটাই উঠে যাবে। কে কার আত্মীয় স্বজন তাই নিয়ে কাজ হয় না কি। আমি ছোট থেকে আন্দোলন করে বড় হয়েছি। পরজীবীতে কোনও লাভ হয় না। আমার মেয়ের সঙ্গে ওর (ইয়াসির) পোষাচ্ছে না। এটা আমার ব্যক্তিগত বিষয়। আমি এ নিয়ে আর কিছু বলব না।
আরও পড়ুন: টাকা দিয়ে চাকরি, ৪ শিক্ষকের জামিন মিলল আলিপুর আদালতে
কংগ্রেসে যোগ দিয়ে ইয়াসির বলেন, যে দল মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, সেখানে থেকে রাজনীতি করা যায় না। তৃণমূলের জন্ম তো কংগ্রেস থেকে। অধীর চৌধুরীর নেতৃত্বে কাজ করতে আমি শতাব্দীপ্রাচীন দলে শামিল হলাম। উল্লেখ্য, ইয়াসির যুব তৃণমূলের রাজ্য সম্পাদক পদে ছিলেন। কিন্তু কোনও কাজ করতে পারছিলেন না। এদিকে এই যোগদানে উচ্ছ্বসিত প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সাধারণত শাসকদলের দিকেই দলবদলের ঝোঁক থাকে। সেখানে এই উলটপূরাণে খুশি তিনি।
এই বিষয়ে অধীর চৌধুরী বলেন, তৃণমূলের মতো আমরা দল ভাঙাতে চাই না। ইয়াসির এসেছে আদর্শ থেকে। কোনও টিকিট পাওয়ার আশায় আসেনি।