বারাসত: কদম্বগাছিতে রংয়ের কারখানায় বিধ্বংসী আগুন। বুধবার সন্ধ্যায় কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। কারখানায় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। এখনও পর্যন্ত তিন শ্রমিক গুরুতর জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
এদিন সন্ধ্যায় দত্তপুকুরের কদম্বগাছির একটি রংয়ের কারখানায় আগুন লাগে। ওই সময় কারখানায় বেশ কয়েকজন শ্রমিক কাজ করেছিলেন। আগুনে তাঁরা জখম হন। পুলিশ সূত্রের খবর, তাঁদের উদ্ধার করে বারাসত হাসপাতালের ভর্তি করা হয়। দমকলের প্রাথমিক অনুমান শট সার্কিট থেকেই আগুন লেগেছে ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে কদম্বগাছি ফাঁড়ির পুলিশ ও দত্তপুকুর থানার পুলিশ আসে।
আরও পড়ুন: ঝালদার ৫ কংগ্রেস কাউন্সিলর তৃণমূলে
গোট ঘটনার তদন্তে দত্তপুকুর থানার পুলিশ এবং দমকল দপ্তর।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়ায়।তবে এলাকায় এমন বেআইনি কারখানা একাধিক আছে,যেকোন সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে স্থানীয়দেত দাবি।