কলকাতা: রাতের শহরে বিধ্বংসী অগ্নিকাণ্ড৷ শুক্রবার রাতে আগুন লাগে লেকটাউন মিনি জয়া সিনেমা হলে৷ ঘটনাস্থলে পৌঁছেছে দমকল৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, ১৫টি ইঞ্জিন রয়েছে সেখানে৷ চলছে আগুন নেভানোর কাজ৷ অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেখানে পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বসু৷ লেকটাউন এলাকাটি তাঁরই বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে৷
পরে সুজিত বসু সংবাদমাধ্যমকে জানান, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে৷ আর ঘণ্টা দুয়েকের মধ্যে পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে৷ আগুন আর ছড়াবে না৷ কুলিং করতে কিছুটা সময় লাগবে৷ হলের ভিতরে রান্না হচ্ছিল৷ সেখান থেকে আগুন ছড়াতে পারে৷
দীর্ঘদিন বন্ধ অবস্থায় ছিল জয়া সিনেমা হল৷ শুক্রবার রাতে আচমকা আগুন লাগে সেখানে৷ আশেপাশে জনবসতি ও দোকান থাকায় মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়৷ অগ্নিকাণ্ডের বেশ কিছু ফুটেজে দেখা গিয়েছে, দাউ দাউ করে আগুন জ্বলছে৷ গোটা এলাকা ভরে যায় কালো ধোঁয়ায়৷ সিনেমার হলের কর্মীরা জানিয়েছেন, ৪ তলার ওপরের দিকে আগুন লেগেছে৷ সেখানেই রয়েছে প্রজেক্টর রুম৷ আগুনের তীব্রতা দেখে তাঁরা আতঙ্কিত৷ সিনেমা হলকে বাঁচাতে প্রশাসনের কাছে আরও বেশি করে দমকলের ইঞ্জিন পাঠানোর আর্জি জানিয়েছেন৷
অগ্নিকাণ্ডের জেরে উদ্বেগ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়৷ আতঙ্কে রাস্তায় নেমে পড়েন স্থানীয়রা৷ ভিড় এড়াতে রাস্তায় ব্যারিকেড দিয়ে দিয়েছে পুলিশ৷ ভিআইপি থেকে যশোর রোড যাওয়ার লিংক রোড বন্ধ করে দেওয়া হয়েছে৷ অগ্নিকাণ্ডের ঘটনায় দু’জন আহত হয়েছেন বলে খবর৷ তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ প্রথম দিকে আগুন নেভার কোনও লক্ষণ দেখা যাচ্ছিল না৷ বরং তীব্রতা বেড়েই যাচ্ছিল৷ বড় বিপত্তি এড়াতে এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়৷