কলকাতা: রাত পোহালেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। স্বাভাবিকভাবেই ভোট ঘিরে উন্মদনার পারদ চড়তে শুরু করে দিয়েছে। ৮২২ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হতে চলেছে গ্রাম পঞ্চায়েতগুলোতে। শুক্রবার বাকি ৪৮৫ কোম্পানি সেনাবাহিনীও বাংলায় চলে আসার কথা। এবার কোন বুথে কত বাহিনী মোতায়েন থাকছে তা জানাল বিএসএফ এবং রাজ্য নির্বাচন কমিশন।
বিএসএফের তরফে জানানো হয়েছে, ১টি ও ২টি বুথের ভোটগ্রহণ কেন্দ্রে সেনাবাহিনী থাকবে হাফ সেকশন অর্থাৎ ৪ জওয়ান। আবার ৩টি ও ৪ টি বুথ থাকবে এক সেকশন অর্থাৎ ৮ জন জওয়ান। ৫টি ও ৬টি বুথ বিশিষ্ট ভোটগ্রহণ কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী দেড় সেকশন অর্থাৎ ১২ জন জওয়ান থাকবে। এছাড়াও ৭ ও তার বেশি বুথ রয়েছে এরকম ভোট গ্রহণ কেন্দ্রে দুই সেকশন অর্থাৎ ১৬ জন জওয়ান মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন ও বিএসএফের।
আরও পড়ুন: Panchayat Election 2023 | Alipurduar |একটিই আসন, সেখানে লড়াইয়ের ২৫ জন প্রার্থী
জানা হয়েছে, প্রতিটি স্ট্রংরুমের নিরাপত্তার দায়িত্বে এক কোম্পানি বাহিনী থাকবে। এছাড়াও স্পর্শকাতর বুথগুলিতে বাড়তি নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা রাজ্য নির্বাচন কমিশনের মতামত নিয়েই এই বাহিনীর বিন্যাস করেছেন আইজি বিএসএফ। কেন্দ্রীয় বাহিনী ছাড়াও রাজ্য পুলিশ বুথ এবং বুথের বাইরের নিরাপত্তার দায়িত্বে মোতায়েন থাকবে।
কমিশন ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট করাতে চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দিয়েছিল। আগেই ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মঞ্জুর করে স্বরাষ্ট্রমন্ত্রক। বাকি ৪৮৫ কোম্পানি আজ আসছে। বিএসএফ-এর পক্ষ থেকে রাজ্য নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে৷
হিংসা, হানাহানিতে পঞ্চায়েত ভোটের বাংলা কুরুক্ষেত্রের ময়দানে পরিণত হয়েছে। রাজনৈতিক হিংসায় এখনও পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের মনোনয়ন পর্ব থেকে অশান্তি ছড়িছিল তা অব্যাহত। এই ছবি দেখেই হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশ দিয়েছিল রাজ্য নির্বাচন কমিশনকে। সেই মতো প্রথম দফায় ২২ কোম্পানি ও দ্বিতীয় দফায় ৮০০ কোম্পানি বাহিনী চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে চিঠিও পাঠায়। রাজ্যের চাহিদা মতো আগেই ৩১৫ কোম্পানি বাহিনী রাজ্যে পাঠিয়েছে কেন্দ্র। বাকি ৪৮৫ কোম্পানিও মঞ্জুর করেছে কেন্দ্র। এবার বাকি বাহিনী আজই রাজ্যে আসছে। এর মাঝেই বিরোধীরা দফাওয়ারি ভোটের দাবি করেছিল কিন্তু আবেদন খারিজ করে দিয়েছে আদালত।