কাবুল: তালিবানের (Taliban) অপশাসন। ফের খড়্গ নেমে এল মেয়েদের কাজের দুনিয়ায়। তালিবান আছে তালিবানেই। মহিলাদের স্বাধীনতা খর্ব করা হল। আফগানিস্তানে (Afganistan) ৪৬৯ জন কিন্ডারগার্টেন (Kindergarten) পড়ানোর শিক্ষিকার চাকরি গেল (Jobless)। এর ফলে মহিলাদের (Women) অর্থ উপার্জনের পথ বন্ধ হল। এর ফলে বহু পরিবারের আয় বন্ধ হয়ে গেল। কচিকাঁচারা তাঁদের মাতৃসম শিক্ষিকাদের (Educator) হারাল। যা নিয়ে শোরগোল পড়েছে। সমাজমাধ্যমে (Socail Media) ঝড় উঠেছে। কিন্তু কাকস্য পরিবেদনা। কে শোনে কার কথা। তালিবানের কড়া হুকুম জারির ফল ভুগতে হল। ঘটনার জেরে একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, চাকরি হারানো ওই শিক্ষিকারা কান্নায় ভেঙে পড়েছেন।
এর আগে ফতোয়া জারি করা হয়েছিল, তালিবান নারীদের আর তাঁদের দুই চোখ দেখাতে দেবে না ওই দেশের সরকার। তালিবান সরকারের তরফে বলা হয়েছে, চোখ ব্যতীত মহিলাদের সমস্ত শরীর কালো কাপড়ে ঢেকে রাখতে হবে। তবে এখন থেকে দুটি চোখ নয়, মাত্র একটি চোখ রাখতে হবে। এক তালিবান সদস্য বলেছেন, যে মহিলাদের শুধুমাত্র রাস্তা দেখার জন্য একটি চোখ খোলা রাখা উচিত তার জন্য দুটি চোখ খুলে রাখার কোনও প্রয়োজন নেই।
আরও পড়ুন: PM Modi in France | ভারতীয় পড়ুয়াদের ৫ বছরের ভিসা দেবে ফ্রান্স, মোদি-ম্যাক্রোঁ চুক্তি
২০২১ সালে আফগানিস্তানের (Afghanistan) ক্ষমতা দখলের পরেই নারীশিক্ষায় কোপ বসায় তালিবান (Taliban)। বন্ধ হয়ে যায় মেয়েদের স্কুল, কলেজ। তবে কিছুদিন পরে প্রাথমিক স্কুলের দরজা খোলা হয় মেয়েদের জন্য। ষষ্ঠ শ্রেণি পর্যন্ত স্কুলে গিয়ে পড়াশোনা করে আফগান মেয়েরা। ক্ষমতায় আসার পর থেকেই মহিলাদের (Women) বিষয়ে একের পর এক ফরমান জারি করে চলেছে তালিবান প্রশাসন (Taliban Administration)। কখনও মেয়েদের স্কুলে যাওয়া নিষিদ্ধ করা, আবার কখনও কর্মক্ষেত্র থেকে মহিলাদের দূরে রাখা, বা রাস্তায় বের হতে গেলে মহিলাদের সঙ্গে পুরুষ নিয়ে বের হওয়ার নির্দেশ। এবার মহিলাদের উপর নয়া ফতোয়া জারি করল তালিবান। হিজাব না পরায় মহিলাদের রেস্তরাঁয় প্রবেশ নিষিদ্ধ (Bans Women Restaurant Entry)করা হয়েছে। মহিলাদের মধ্যে হিজাব না পরে রেস্তরাঁয় খেতে যাওয়ার অভ্যাস তৈরি হয়েছে। যা ইসলামের পরিপন্থী। এই অজুহাত খাড়া করে কড়া সিদ্ধান্তের কথা ঘোষণা করল তালিবান সরকার।