মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের (Murshidabad) সীমান্ত পেরিয়ে মহিষ চলে গিয়েছে বাংলাদেশ (Bangladesh0। একটি দুটি নয়, ছটি মহিষ (Buffalo) হারিয়ে ফরাক্কার বেনিয়া গ্রামের বিকাশ ঘোষ (Bikash Ghosh) মহা সমস্যায় পড়েছেন। তিনি প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরছেন। আদালতেরও দ্বারস্থ হয়েছেন। বিকাশ জানতে পেরেছেন, মহিষগুলি রয়েছে বিজিবির হেফাজতে। নির্দিষ্ট কাগজপত্র ছাড়া সেই মহিষ ফেরত দিতে নারাজ বিজিবি।
মুর্শিদাবাদের ফরাক্কা থানার বেনিয়াগ্রামের বাসিন্দা বিকাশের সংসার চলে ওই ছটি মহিষ পালন করেই। গত ২২ জুলাই প্রতিদিনের মতো সকালে নদী সংলগ্ন মাঠে মহিষদের ঘাস খাওয়াতে নিয়ে যান বিকাশ। আচমকাই তারা বিকাশের চোখ এড়িয়ে নদীতে নেমে যায়। তখন নদীতে বেশ স্রোত ছিল। জলের তোড়ে ছটি মহিষই ভাসতে ভাসতে বাংলাদেশে চলে যায়। মাথায় হাত পড়ে বিকাশের। তিনি স্থানীয় পঞ্চায়েতে বিষয়টি জানান। পঞ্চায়েত কথা বলে বিএসএফের সঙ্গে। বিএসএফ বাংলাদেশে বিজিবির সঙ্গে যোগাযোগ করে। বিজিবি জানায়, মহিষগুলি তাদের হেফাজতেই রয়েছে। তবে সেগুলি ফেরত পেতে হলে প্রমাণ লাগবে। বিএসএফ বিকাশকে সেই কথা জানিয়ে দেয়।
বিভিন্ন মহলে খোঁজ করে বিকাশ জানতে পারেন, মহিষ পেতে হলে প্রথমে তাঁকে বাংলাদেশ দূতাবাসে আবেদন করতে হবে। সেখান থেকে অনুমোদন পেলেও প্রমাণ করতে হবে যে মহিষগুলি তাঁরই। আইনি মহলের মতে, এটা প্রমাণ করা খুবই কঠিন। কারণ এর কোনও কাগজপত্র নেই, থাকা সম্ভবও নয়। অবশেষে বিকাশ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, যদি সেখানে কোন ও সুরাহা পাওয়া যায়। আইনের কোন ধারায় আবেদন করা যায়, তা নিয়ে আইনজীবীরাও বিকাশকে কোনও উপায় বাতলে দিতে পারছেন না। সব মিলিয়ে মহাসমস্যায় পড়ে গিয়েছেন ছটি মহিষের মালিক বিকাশ।