কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) পড়ুয়ার অস্বাবাবিক মৃত্যু ঘিরেউত্তাল রাজ্য-রাজনীতি। প্রথমবর্ষের ছাত্রে মৃত্যুর পরই র্যাগিং-তত্ত্ব উঠেছে। তদন্ত যত এগিয়েছে তা যত জোরালো হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ঘটনার তদন্তের জন্য তৈরি হয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি (Fact Finding Committee)। রাজ্যের তৈরি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি মঙ্গলবার দুপুরে যাদবপুর বিশ্ববিদ্যালয় বিভাগীয় তদন্তের জন্য যাচ্ছে। জানালেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রোর স্নেহমঞ্জু বসু (JU Registrar Sneha Manju Basu)।
বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউ জানিয়েছন, ক্যাম্পাসে সিসিটিভি বসানোর কাজ শীঘ্রই শুরু হয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সুনিশ্চিত করতে যা যা করণীয় সবটাই করা হচ্ছে বলেও জানিয়েছেন উপাচার্য। এরপরই এদিন রেজিস্ট্রোর জানান, সিসিটিভি বসানোর বিষয়ে ইতিমধ্যেই রাজ্যের কাছে ফান্ডের জন্য চিঠি পাঠানো হয়েছে। পূর্ত দফতরকে দিয়ে যদি সিসিটিভির বসানোর বিষয়টি করানো যায় কি না সেটিও দেখা হচ্ছে। সেক্ষেত্রে ওয়েবেলের ওয়ার্ক অর্ডার তুলে নিতে হবে। যাবতীয় বিষয় এই মুহূর্তে আলোচনা সাপেক্ষ তবে অতি দ্রুত এনে পদক্ষেপ করা হবে যাতে ক্যাম্পাস সিসিটিভি বসে যায়। জানিয়েছেন স্নেহমঞ্জু বসু। কিন্তু এরপরও উপাচার্য ও রেজিস্টার দুজনের কথাতেই স্পষ্ট নয়, যে ঠিক কবে সিসিটিভি বসবে বিশ্ববিদ্যালয়ে। তাই সিসিটিভি বসানো নিয়ে জটিলতা থেকেই গেল।
আরও পড়ুন: লিপ্স অ্যান্ড বাউন্ডস ইডির মেল-ব্যাখ্যায় সন্তুষ্ট নয় লালবাজার, সশরীরে তলব
চার সদস্যের এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির নেতৃত্বে থাকছেন রাজ্য উচ্চ শিক্ষা সংসদের ভাইস চেয়ারম্যান। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক পড়ুয়াকে র্যাগিংয়ের জেরেই মৃত্যু হয়েছে। সেই অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। একইসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও পরিকাঠামোগত দিকে কোথায় কোথায় কী কী খামতি রয়েছে এবং কী পদক্ষেপ করা প্রয়োজন, তা নিশ্চিত করার জন্য উচ্চ শিক্ষা দফতরের থেকে এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি বিভিন্ন খুঁটিনাটি দিকগুলি খতিয়ে দেখে উচ্চ শিক্ষা দফতরের কাছে একটি রিপোর্ট জমা দেবে।